নিজস্ব প্রতিবেদন : গুরেজ সেক্টরে জওয়ানদের সঙ্গে দীপাবলি কাটানোর পর শুক্রবার সকালে কেদারনাথ পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ মোদী। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কেদারনাথ মন্দির। ফুল, মালা ও আলোতে সেজে উঠেছে গোটা মন্দির চত্বর। কেদারনাথে পৌঁছেই গর্ভগৃহে গিয়ে প্রার্থনা করতে দেখা যায় মোদীকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


২০১৩ সালের প্রাকৃতিক দুর্যোগে ধ্বংসপ্রাপ্ত হয় আদি গুরু শঙ্করাচার্যের সমাধিস্তম্ভ। সেই সমাধিস্তম্ভের পুনরায় ভিত্তিপ্রস্তর করার কথা রয়েছে তাঁর। দলীয় সূত্রে খবর, কেদারনাথ মন্দিরের কাছেই একটি জনসভা করারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর।  শনিবার থেকে এই মরশুমের জন্য বন্ধ হয়ে যাচ্ছে কেদারনাথ মন্দির।


সকাল ৯টা নাগাদ জলিগ্র্যান্ট বিমানবন্দরে গিয়ে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান উত্তরাখণ্ডের রাজ্যপাল কে কে পাল, মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত ও অন্য আধিকারিকরা।


আরও পড়ুন, "তোমরাই আমার পরিবার", জওয়ানদের সঙ্গে দীপাবলিতে মাতলেন মোদী