নিজস্ব প্রতিবেদন: তালিবান সঙ্কট মাথাব্যথা বাড়াচ্ছে বিভিন্ন দেশের। কপালে ভাঁজ ভারতেরও। প্রধানমন্ত্রী মোদী আগেই এ বিষয়ে জার্মান প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। এবার রাশিয়ান প্রেসিডেন্টের সঙ্গেও কথা হল প্রধানমন্ত্রীর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আফগানিস্তান (Afghanistan)-সঙ্কট আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমশই বড় আকার ধারণ করছে। সোমবার জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের সঙ্গে ফোনে এ বিষয়ে কথা বলার পরে আজ, মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এ বিষয়ে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও। দু'জনের মধ্যে ৪৫ মিনিট কথা হয়েছে বলেই খবর।


আরও পড়ুন: Taliban: তালিবানের পাঁচ সদস্যর দলই শাসন করতে পারে আফগানিস্তান


আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মোদী-পুতিনের মধ্যে বিস্তারিত কথাবার্তা হয়েছে বলে জানা গিয়েছে। এ নিয়ে G-7 গ্রুপের বৈঠকও রয়েছে। তবে তার আগে দুই রাষ্ট্রনেতার আলাদা করে এই ফোনালাপ আন্তর্জাতিক সম্পর্কের সাপেক্ষে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।


মঙ্গলবার আফগান ইস্যুতে মোদী (Prime Minister Modi) আলোচনা সেরে নিলেন পুতিনের (Vladimir Putin) সঙ্গে। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে চিরকালের  'ভারতবন্ধু' রাশিয়ার সাহায্য পেয়েছে ভারত। কাবুলে এখনও আটকে বহু ভারতীয়। তাঁদের সবাইকে ফেরাতে সক্রিয় কেন্দ্র। এরই মাঝে বিভিন্ন দেশের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী সামগ্রিক পরিস্থিতি বিচার করে এগোতে চাইছেন বলেই খবর। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Amrullah Saleh: পঞ্জশিরে ভলিবলে মজে আফগানিস্তানের 'কার্যনির্বাহী প্রেসিডেন্ট'