নিজস্ব প্রতিবেদন: টার্গেট বাংলা। লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ১৮টি আসন পাওয়ার পর ২০২১ তৃণমূলকে সরানোর হুঙ্কার দিয়েছেন অমিত শাহ। কিন্তু শপথগ্রহণে বঞ্চনার শিকার হল বাংলা। মোদীর মন্ত্রিসভায় মাত্র দুজন প্রতিমন্ত্রী নিয়েই সন্তুষ্ট থাকতে হল বাঙালিকে। রাজ্য বিজেপির অন্দরেও তুমুল ক্ষোভ। 
       
প্রথমবার বাংলা থেকে ১৮টি আসন পেয়েছে বিজেপি। বাংলাই বিজেপিকে ৩০০ পার করিয়েছে। হাওয়ায় ভাসছিল, ৫-৬ বাঙালিকে মন্ত্রী করে প্রতিদান দেবেন নরেন্দ্র মোদী-অমিত শাহ। কিন্তু একি! মাত্র দুজন প্রতিমন্ত্রী পেল বাংলা। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ও রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। আশা করা হচ্ছিল, এবার অন্তত একটা পূর্ণমন্ত্রী পাবে বাংলা। অনেকেই ভেবেছিলেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হয়তো পূর্ণ মন্ত্রকের দায়িত্ব পাবেন। পূর্ণমন্ত্রী না হোক, অন্তত স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীও দেওয়া যেত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রীয় নেতৃত্বের এমন সিদ্ধান্ত দৃশ্যতই হতাশ রাজ্য বিজেপি। একেই বাংলায় দীর্ঘদিন ধরে বিজেপি 'বড়বাজারের পার্টি' হিসেবে খ্যাত ছিল। ২০১৯ সালের লোকসভা ভোটে সেই দুর্নাম খানিকটা হলেও ঘুচেছে। গেরুয়া রাজনীতির উত্থানের সাক্ষী থেকেছে গোটা বাংলা। রাজ্যে প্রথমবার ৪০ শতাংশ ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু শপথগ্রহণে মাত্র দুজন মন্ত্রী পাওয়ার পর আবারও বাঙালির প্রতি বঞ্চনার অভিযোগ উঠেছে। রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্যেও ক্ষোভ, অন্তত একটা পূর্ণমন্ত্রীর পদ দেওয়াই যেত। তাতে ২০২১ সালের আগে বিজেপির অবস্থান বাংলায় আরও পোক্ত হতো। 



তবে এখনই ভেঙে পড়তে নারাজ রাজ্য নেতাদের একাংশ। প্রথম মোদী সরকারের নজির টেনে নেতারা যুক্তি দিচ্ছেন, ২০১৪ সালে শপথ নিয়েছিলেন ৪৫ জন মন্ত্রী। পরে সেই সংখ্যা ৭৫ ছাড়িয়ে যায়। এবার ৫৭ জন শপথ নিয়েছেন। এই সংখ্যাটাও বাড়বে। মন্ত্রিসভার সম্প্রসারণ হলেই শিকে ছিঁড়বে বাংলার।


এদিন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ৯ জন। প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন ২৪ জন সাংসদ।দেখে নিন একনজরে- 


পূর্ণমন্ত্রী


রাজনাথ সিং
অমিত শাহ
নিতিন গডকড়ী
সদানন্দ গৌড়া
নির্মলা সীতারমন
রামবিলাস পাসোয়ান
নরেন্দ্র সিং তোমর
রবিশঙ্কর প্রসাদ
হরসিমরত কৌর
থাওয়ারচন্দ গহলৌত
এস জয়শঙ্কর
রমেশ পোখরিয়াল
অর্জুন মুণ্ডা
স্মৃতি ইরানি
ডঃ হর্ষবর্ধন
প্রকাশ জাভড়েকর
পৌযূষ গোয়েল
ধর্মেন্দ্র প্রধান
মুখতার আব্বাস নকভি
প্রহ্লাদ জোশী
মহেন্দ্র সিং পাণ্ডে
অরবিন্দ সাওয়ান্ত
গিরিরাজ সিং
গজেন্দ্র সিংহ শেখাওয়াত 


স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী


সন্তোষ গঙ্গওয়ার
রাও ইন্দ্রজিত্ সিং
শ্রীপদ নায়েক
জীতেন্দ্র সিং
কিরণ রিজিজু
প্রহ্লাদ পটেল
আরকে সিং
হরদীপ সিং পুরী
মনসুখ মন্ডাবিয়া


প্রতিমন্ত্রী


ফগ্গন সিং কুলস্তে
অশ্বিনী চৌবে
অর্জুনরাম মেঘওয়াল
বিকে সিং
কৃষ্ণপাল গুর্জর
দাদা সাহেব দানবে
জী কিশন রেড্ডি
পুরষোত্তম রূপালা
রামদাস আটাওয়ালে
সাধ্বী নিরঞ্জন জ্যোতি
বাবুল সুপ্রিয়
সঞ্জীব বালিয়ান
সঞ্জয় ধোত্রে
অনুরাগ ঠাকুর
সুরেশ অঙ্গাড়ি
নিত্যানন্দ রায়
রতনলাল কাটারিয়া
বি মুরলীধরন
রেণুকা সিং
সোমপ্রকাশ
রামেশ্বর তেলি
প্রতাপচন্দ্র সারঙ্গি
কৈলাস চৌধরী
দেবশ্রী চৌধুরী


আরও পড়ুন- আয়, আয় শালা ক্রিমিনাল, নৈহাটির পর ভাটপাড়ায় 'জয় শ্রী রাম' শুনে তেড়ে গেলেন মমতা