নিজস্ব প্রতিবেদন : ফের সময় বদল। প্রথমে বলা হয়েছিল, বিকেল ৪টেয় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নমো। পরে সেই সময় পরিবর্তিত হয়েছে। রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অল ইন্ডিয়া রেডিওতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে উত্তপ্ত রাজনৈতিক মহল। ৩৭০ ধারা বিলোপ, কাশ্মীর পুনর্গঠন বিল পাস প্রভৃতি নিয়ে শুরু হয়ে গিয়েছে শাসক-বিরোধী তরজা। এই পরিস্থিতিতে জম্মু-কাশ্মীরকে ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল করা, ৩৭০ ধারা নিয়ে ব্যাখ্যা দিতেই আজ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  ভাষণ দেবেন, এমনটা মনে করা হচ্ছে।


আরও পড়ুন, আকাশপথের পর এবার সমঝোতা এক্সপ্রেস বন্ধ করল পাকিস্তান


এদিকে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই একের পর এক ইন্ধনমূলক কাজ করে চলেছে পাকিস্তান। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমানো, দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করা। তারপর পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে নির্দেশ। পাকিস্তানের আকাশপথ আংশিক বন্ধ করে দেওয়া। বুধবার থেকেই একের পর এক সিদ্ধান্তের কথা ঘোষণা করে পাকিস্তান। এরপর আজ সমঝোতা এক্সপ্রেস বন্ধের কথাও ঘোষণা করেছে ইসলামাবাদ।