নিজস্ব প্রতিবেদন: ধর্ষণের ঘটনায় দ্রুত শাস্তির ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের পক্ষে সওয়াল করলেন নরেন্দ্র মোদী। গুজরাটের গান্ধীনগরের সভায় নরেন্দ্র মোদী বলেন, ''ডিএনটি প্রযুক্তি নিয়ন্ত্রণ বিল (২০১৮) অনুমোদন করেছে সরকার। ফরেনসিক তদন্তে ডিএনএ প্রযুক্তির গুরুত্ব অনুধাবন করেই এটা করা হয়েছে''। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গুজরাটে ফরেনসিক সায়েন্স বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সমাবর্তনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ''ডিএনএ প্রযুক্তির মাধ্যমে কীভাবে ধর্ষণে দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করা যায়, তা জানতে ফরেনসিক বিশেষজ্ঞদের ডেকে পাঠিয়েছিলাম আমি। তাঁরাই আইনজ্ঞদের সহায়তা করেছেন''।   


যেভাবে অপরাধে প্রেক্ষিত বদলাচ্ছে, তাতে নতুন প্রযুক্তির ব্যবহার করে অপরাধীদের পাকড়াও করতে হবে বলেও মনে করেন মোদী। তাঁর কথায়, ''বিচার সুনিশ্চিত করতে ফরেনসিক বিজ্ঞান, পুলিস ও আইন ব্যবস্থা গুরুত্বপূর্ণ। এই তিনটি বিষয়ে তত্পরতা দেখিয়েছে গুজরাট। রক্ষা শক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় আইন বিশ্ববিদ্যালয় ও গুজরাট ফরেনসিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এই লক্ষ্যেই স্থাপিত হয়েছে''।


স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ টেনে মোদী বলেন, ''আমাদের সকলের মধ্যেই অপার সম্ভাবনা রয়েছে। প্রথম পা ফেললে নিজেদের উপরে বিশ্বাস জন্মাবে। নিজের দক্ষতার উপরে ভরসা রাখুন। আত্মবিশ্বাসী হোন। শিক্ষা ও জ্ঞান আপনাকে গতে বাঁধা বৃত্তের বাইরে ভাবতে সাহায্য করবে। পরিবর্তিত সময়ের সঙ্গে নিজের দক্ষতারও বদল করতে হবে। এর পাশাপাশি বদলও ঘটাতে হবে। যাতে ভবিষ্যত প্রজন্ম আমাদের উপরে কৃতজ্ঞ থাকে''।


 


আরও পড়ুন- প্রধানমন্ত্রী হওয়ার পরই মোদীর ৬টি প্রকল্প টুকে দিলেন ইমরান!