প্রধানমন্ত্রী হওয়ার পরই মোদীর ৬টি প্রকল্প টুকে দিলেন ইমরান!

Aug 23, 2018, 23:35 PM IST
1/8

মোদীর প্রকল্প পাকিস্তানে?

Imran_8

প্রধানমন্ত্রী হওয়ার পরই দেশের ভগ্নদশা শোধরাতে বেশ কয়েকটি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। এর মধ্যে ৬টি প্রকল্প দেখে মনে হচ্ছে, মোদীর সরকারের দ্বারা অনুপ্রাণিত। 

2/8

মোদীর প্রকল্প পাকিস্তানে?

Imran_7

এই ৬টি প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দেখাদেখি ওই প্রকল্পগুলি ঘোষণা করেছেন ইমরান। 

3/8

মোদীর প্রকল্প পাকিস্তানে?

Imran_6

স্বচ্ছ ভারত যোজনার মতো পড়শি দেশেও স্বচ্ছ পাকিস্তান যোজনা শুরু করা হয়েছে। ইমরানের মতে, পাকিস্তান স্বচ্ছ হলে দুনিয়ায় কদর বাড়বে। পাঁচ বছরে পাকিস্তানকে সাফসুতরো করার ঘোষণা করেছেন তিনি। এজন্য পাক নাগরিকদের সমর্থন চেয়েছেন।  

4/8

মোদীর প্রকল্প পাকিস্তানে?

Imran_5

মোদীর আয়ুষ্মান ভারতের মতোই পাকিস্তানেও স্বাস্থ্য বিমা প্রকল্প শুরু করার কথা ঘোষণা করেছেন ইমরান। তিনি জানিয়েছেন, ৫ লক্ষ টাকা পাক মুদ্রা পর্যন্ত বিনামূল্যে চিকিত্সার ব্যবস্থা করবে সরকার। উল্লেখ্য, আয়ুষ্মান ভারতেও ৫ লক্ষ টাকার কথাই বলা হয়েছে।  

5/8

মোদীর প্রকল্প পাকিস্তানে?

Imran_4

দেশের প্রতিটি পরিবারকে ২০২২ সালের মধ্যে নিজস্ব বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি করেছেন নরেন্দ্র মোদী। সেই লক্ষ্যে কাজ করে চলেছেন তিনি। ইমরানও ঘোষণা করেছেন, গরিব পরিবারের জন্য ৫০ লক্ষ নতুন বাড়ি তৈরি করবে সরকার।  

6/8

মোদীর প্রকল্প পাকিস্তানে?

Imran_3

গ্রামীণ এলাকায় স্বচ্ছ পানীয় জল পৌঁছে দিতে সজল প্রকল্প শুরু করেছে মোদী সরকার। ইমরানও পাক নাগরিকদের পানীয় জল পৌঁছনোর ঘোষণা করেছেন। 

7/8

মোদীর প্রকল্প পাকিস্তানে?

Imran_2

মুদ্রা যোজনায় বেকার যুবকদের ঋণ দিচ্ছে মোদী সরকার। একইভাবে নতুন কারবারিদের সুদহীন ঋণ দেওয়ার ঘোষণা করেছেন ইমরান খান। 

8/8

মোদীর প্রকল্প পাকিস্তানে?

Imran_1

কারিগরি শিক্ষায় যুবকদের পারদর্শী করতে স্কিল ইন্ডিয়া যোজনার সূচনা করেছে মোদী সরকার। ইমরান একইভাবে স্কিল ডেভেলপ প্রোগ্রামের কথা ঘোষণা করেছেন।