নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় বদল আসতে চলেছে। আগামী দিনে বেশ কয়েকজন মন্ত্রী নিয়োগের সম্ভাবন রয়েছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন মন্ত্রিসভায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী-নেতৃত্বাধীন এনডিএ সরকারের দ্বিতীয় মেয়াদে পাঁচ জন নতুন মুখ দেখা যেতে পারে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই মন্ত্রীসভা সাজাবেন মোদী-শাহরা, এমনটাই সূত্রের খবর। 


প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রিসভায় সর্বোচ্চ ৮১ জন সদস্য থাকতে পারবেন। এই মুহুর্তে, ৫৩ জন মন্ত্রী রয়েছেন। তাই প্রধানমন্ত্রী মোদীকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ২৮টি নতুন মন্ত্রী নেওয়ার করার যথেষ্ট সুযোগ রয়েছে। সূত্রের তরফে এও জানান হয় মোদীর মন্ত্রিসভায় ন'জন মন্ত্রী রয়েছেন যাঁদের মন্ত্রক থেকে অব্যাহতি দেওয়া হতে পারে।


আরও পড়ুন, জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে মিলল বিস্ফোরক RDX, ড্রোন হামলা তদন্তে বড় তথ্য


নতুন মন্ত্রিসভা সম্প্রসারণে যাদের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে রয়েছেন, মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, যিনি গত বছর কংগ্রেস ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন, সর্বানন্দ সোনওয়াল। মন্ত্রিপরিষদের পক্ষে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অন্য শীর্ষ প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী, মহারাষ্ট্র নেতা নারায়ণ রানে, ভূপেন্দ্র যাদব এবং এলজেপির প্রধান পশুপতি কুমার পরস।