নিজস্ব প্রতিবেদন: দিল্লির সন্নিকটে চলছে কৃষক বিক্ষোভ (Farmers Protest)। তার মাঝে ২৫ ডিসেম্বর দেশজুড়ে ৯ কোটি কৃষকের সঙ্গে ভার্চুয়াল সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই সুযোগে কৃষি আইন নিয়ে কেন্দ্রের অবস্থান ব্যাখ্যা করতে পারেন মোদী। এর পাশাপাশি থাকছে বড়দিনের উপহার। পিএম কিসান প্রকল্পে পরবর্তী কিস্তির ১৮,০০০ কোটি টাকা বণ্টন করবেন প্রধানমন্ত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন। ওই দিনই ৯ কোটি কৃষকের সঙ্গে আলাপ জমাবেন নমো (Narendra Modi)। প্রধানমন্ত্রীর দফতর বিবৃতি জারি করে জানিয়েছে,'৬টি রাজ্যের কৃষকদের সঙ্গে কথা বলবেন নরেন্দ্র মোদী। কৃষকরা তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন। কৃষকস্বার্থে সরকারের যোজনাগুলির কথা বলবেন মোদী।'            


কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। একাধিকবার বিক্ষোভকারীদের সঙ্গে কেন্দ্রের বৈঠক হলেও মেলেনি রফাসূত্র। প্রধানমন্ত্রী নিজে বারবার বলেছেন,'কৃষকদের আয় বাড়াতে সক্ষম হবে বিলগুলি। বিরোধীরা কৃষক সমাজকে ভুল পথে চালিত করছে।' কৃষকদের বোঝাতে দেশজুড়ে ১০০টি সাংবাদিক বৈঠক ও ৭০০টি সভা করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। কৃষিমন্ত্রীর খোলা চিঠি বিলি করা হবে কৃষকদের। প্রধানমন্ত্রী নিজে টুইট করে জানিয়েছেন,'কৃষক ভাই-বোনেদের চিঠি দিয়েছেন নরেন্দ্র তোমরজি। তাঁদের সঙ্গে কথা বলতে চান। সকলকে অনুরোধ করব, এটা পড়ুন।'   


বিক্ষোভকারী কৃষকদের অভিযোগ, নতুন কৃষি আইন কর্পোরেটদের স্বার্থ সুরক্ষিত করতে চলেছে। যদিও কেন্দ্রের দাবি, কৃষকদের ফসল বিক্রি ও দাম নির্ধারণের স্বাধীনতা দেবে ৩টি বিল। দু'পক্ষের একাধিকবার বৈঠক হলেও মেলেনি সমাধানসূত্র। কৃষি আইন বাতিলের দাবিতে অনড় বিক্ষোভকারীরা। 


আরও পড়ুন- ন'মাস পরে বুধবার খুলল জগন্নাথমন্দির, প্রথম পর্যায়ে দর্শনে শুধু পুরীর বাসিন্দাই