নিজস্ব প্রতিবেদন: রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভার্চুয়াল সেই ভাষণ সম্প্রচারিত হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে ছটায়। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে রাষ্ট্রসঙ্ঘের অধিকাংশ কর্মসূচিই হচ্ছে ভার্চুয়াল। প্রধানমন্ত্রীরও  আগে থেকে রেকর্ড করা ভাষণ সম্প্রচার করা হবে সন্ধেয়।


আরও পড়ুন-'নেহি হ্যায়' নির্মলার; ৪৭,২৭২ কোটি GST ক্ষতিপূরণ অন্যত্র খরচ, ফাঁস CAG-র


কী থাকতে পারে প্রধামন্ত্রীর ভাষণে


প্রধানমন্ত্রী জোর  দিতে পারে গোটা দুনিয়ায় উগ্রপন্থা দমনের ওপরে। এক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানের ওপরে জোর দিতে পারেন মোদী। পাশাপাশি যে ভাবে  আন্তর্জাতিক উগ্রপন্থী সংগঠন বা জঙ্গির তালিকা তৈরি হচ্ছে বা তালিকা থেকে কাউকে বাদ দেওয়া হচ্ছে তা আরও স্বচ্ছ করার ওপরে জোর দিতে পারেন প্রধানমন্ত্রী।


রাষ্ট্রসঙ্ঘের শান্তিররক্ষী বাহিনীতে ভারতের সেনা সবচেয়ে বেশি রয়েছে। শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের ক্ষেত্রে ভারত আরও ক্ষমতার দাবি করতে পারে।


আরও পড়ুন-ভাইরাসের বিরুদ্ধে ঘুরে দাঁড়াচ্ছে ভারত! ২৪ ঘণ্টায় করোনাজয়ীর সংখ্যা ৯৩ হাজারেরও বেশি


জলবায়ু দূষণে বিষয়টিতে জোর দিতে পারে ভারত।


করোন নিয়ন্ত্রণে ভারতের ভূমিকা ও দুনিয়ায় ১৫০টি দেশকে সাহায্য করার বিষয়টি তুলে ধরতে পারে ভারত।