ভাইরাসের বিরুদ্ধে ঘুরে দাঁড়াচ্ছে ভারত! শেষ ২৪ ঘণ্টায় করোনাজয়ীর সংখ্যা ৯৩ হাজারেরও বেশি
এ পর্যন্ত দেশে করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৮ লক্ষ ৪৯ হাজার ৫৮৪ জন।
নিজস্ব প্রতিবেদন: ভারতের করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হল। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, বিগত ২৪ ঘণ্টায় করোনাজয়ীর সংখ্যা ৯৩ হাজারেরও বেশি।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের দেওয়া হিসাব অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৩ হাজার ৪২০ জন। এ পর্যন্ত দেশে করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৮ লক্ষ ৪৯ হাজার ৫৮৪ জন। দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৮২.১৪ শতাংশ।
State-wise details of Total Confirmed #COVID19 cases
(till 26 September, 2020, 8 AM)States with 1-20000 confirmed cases
States with 20001-160000 confirmed cases
States with 160000+ confirmed cases
Total no. of confirmed cases so far pic.twitter.com/7GIxvUyhRZ— #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) September 26, 2020
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক জানিয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী দেশজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৯ লক্ষ ৬২ হাজার ৬৬৩। শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৩৬২ জন। শেষ পাঁচ দিনে প্রতিদিন দেশে সুস্থ হয়েছেন ৯০ হাজারেরও বেশি মানুষ।
Total #COVID19 Cases in India (as on September 26, 2020)
82.14% Cured/Discharged/Migrated (48,49,584)
16.28% Active cases (9,60,969)
1.58% Deaths (93,379)Total COVID-19 confirmed cases = Cured/Discharged/Migrated+Active cases+Deaths pic.twitter.com/1WLVsDmqXo
— #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) September 26, 2020
আরও পড়ুন: প্রথম পর্বের করোনা টিকায় উপসর্গ কমলেও প্রথমেই কমবে না সংক্রমণের ঝুঁকি! আশঙ্কা বিজ্ঞানীদের
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের দেওয়া হিসাব অনুযায়ী, শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ৯৩ হাজার ৩৭৯ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯ লক্ষ ৬০ হাজার ৯৬৯। ভারতে করোনায় মৃত্যু হার ১.৫৮ শতাংশ। ফলে সব মিলিয়ে ভারতে করোনা পরিস্থির কিছুটা উন্নতি হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।