নিজস্ব প্রতিবেদন: সোমবার থেকে শুরু হয়েছে লকডাউন ৫.০। দেশের কনটেনমেন্ট এলাকায় জারি থাকবে লকডাউন। অন্যান্য জায়গায় কার্যত আনলক-১। এর মধ্যেই আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় এক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী মন্ত্রিসভায় দ্বিতীয় দফায় এটাই প্রথম মন্ত্রিসভার বৈঠক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বেড়েছে কনটেইনমেন্ট জোন, তারমধ্যেই স্বাভাবিক ছন্দে ফেরার চ্যালেঞ্জ নিয়ে আজ থেকে লকডাউন ৫.০


কেন্দ্রীয় সরকার সূত্রে খবর ওই বৈঠক কিছু ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার। তবে মূল বৈঠকের আগে দেশের নিরাপত্তা ও আর্থিক অবস্থা নিয়ে পৃথক বৈঠক হবে।


কী সিদ্ধান্ত হতে পরে ওই বৈঠকে?  সূত্রের খবর, ‘এক দেশ এক বাজার’ নীতি ঘোষণা হতে পারে ওই বৈঠক থেকে। এর ফলে ভালো দামের জন্য কৃষকরা তাদের ফসল দেশের যেকোনও জায়গায় বিক্রি করতে পারবেন।


লকডাউন ৪ এর মধ্যেই লাদাখকে ঘিরে ভারত-চিন উত্তেজনা চরমে ওঠে। কোনও কোনও মহলের ধারনা, মন্ত্রিসভায় বৈঠকেও ওই বিষয়টিও উঠতে পারে।


আরও পড়ুন-আনলক ১: খুলছে শিয়ালদা, করোনা রুখতে আঁটসাঁট বিধি, দেড় ঘণ্টা আগে পৌঁছতে হবে স্টেশনে  


করোনা ভাইরাসের সংক্রমণ ও লকডাউনে বেহাল অর্থনীতি। গত ১১ বছরের মধ্যে বর্তমানে দেশের আর্থিক বৃদ্ধি সবচেয়ে কম। কোনও কোনও মহলের মতে করোনার জেরে ইতিমধ্যেই ১২ কোটি মানুষ তাদের কাজ হারিয়েছেন। এরকম এক পরিস্থিতিতে আনলক-১ এ কীভাবে দেশজুড়ে অর্থনৈতিক কাজকর্ম ফের চালু করা যায় তা নিয়েও আলোচনা হবে।