আনলক ১: খুলছে শিয়ালদা, করোনা রুখতে আঁটসাঁট বিধি, দেড় ঘণ্টা আগে পৌঁছতে হবে স্টেশনে

Jun 01, 2020, 11:07 AM IST
1/8

শ্রেয়সী গাঙ্গুলি: লকডাউন কাটিয়ে এবার ছন্দে ফেরার চ্যালেঞ্জ। লকডাউনের পর সোমবার প্রথম ট্রেন চলবে শিয়ালদহ স্টেশন থেকে। আর তাই করোনা মোকাবিলায় শিয়ালদা স্টেশনে করা হয়েছে আঁটসাঁট সতর্কতা বিধিব্য়বস্থা।  

2/8

শিয়ালদা স্টেশনের বাইরে তৈরি করা হয়েছে বিশাল প্যাভেলিয়ন। প্রায় সাড়ে ৬ হাজার স্কোয়ার ফুটের একটা প্যান্ডেল।   

3/8

কী হবে সেখানে? সেখানে থাকবে ৫টি টেবিল। প্রত্যেক ক্লাসের  টিকিটের জন্য নির্দিষ্ট থাকবে একটি করে টেবিল।  

4/8

ট্রেন ছাড়ার দেড় ঘণ্টা আগে যাত্রী পৌঁছে যেতে হবে সেই টেবিলে। সেখানে গিয়ে কার্যত 'চেক-ইন' করতে হবে যাত্রীদের।   

5/8

ওই টেবিলে গিয়ে যাত্রীর সব তথ্য লেখার পর তাঁকে দেওয়া হবে লিকুইড সোপ ও স্যানিটাইজার। তারপর যাত্রীর আইডি কার্ড ও স্বাস্থ্যপরীক্ষা করে দেখা হবে।   

6/8

তারপরই মিলবে স্টেশনের ভিতরে ঢোকার অনুমতি। টেবিল থেকে নির্দিষ্ট ব্যারিকেড করা এলাকা দিয়েই হেঁটে যেতে হবে প্ল্যাটফর্মে।   

7/8

প্ল্যাটফর্মে ঢোকার মুখে এবার যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ স্ক্যান ও স্যানিটাইজ করা হবে। এরপর নির্দিষ্ট 'গোল' করে চিহ্নিত করা জায়গা দিয়ে হেঁটে উঠতে হবে ট্রেনে।   

8/8

কোনওভাবেই ট্রেনের দরজার সামনে ভিড় করা যাবে না। কড়া নির্দেশ জারি করেছে রেল।