শপথের আগেই সখ্যের দৌত্য, বারাণসীতে জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন মোদী
বৃহস্পতিবার ফের একবার বিপুল জনসমর্থন নিয়ে দিল্লির কুর্সিতে ফিরেছে মোদী সরকার। পরদিনই তাঁকে শুভেচ্ছা জানান চিনা প্রেসিডেন্ট। জানান, মোদীর নেতৃত্বেই ভারতের সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যেতে চান তিনি।
নিজস্ব প্রতিবেদন: ভারতের সঙ্গে সম্পর্ক আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে ভারত সফরে আসছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। সম্ভবত অক্টোবরে ভারত সফরে আসবেন তিনি। বারাণসীতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে শীর্ষ বৈঠকে মিলিত হবেন তিনি। এমনটাই খবর বিদেশমন্ত্রক সূত্রে।
বৃহস্পতিবার ফের একবার বিপুল জনসমর্থন নিয়ে দিল্লির কুর্সিতে ফিরেছে মোদী সরকার। পরদিনই তাঁকে শুভেচ্ছা জানান চিনা প্রেসিডেন্ট। জানান, মোদীর নেতৃত্বেই ভারতের সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যেতে চান তিনি।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর শপথে দিল্লি যাচ্ছেন মমতা, পিছোল ইফতার পার্টি
তবে বারাণসীর শীর্ষ বৈঠকের আগেই কিরঘিস্তানে SCO-র বৈঠকে মুখোমুখি হবে জিনপিং ও মোদী। ১৩ ও ১৪ জুন বিস্কিকে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ৫ বছর দুদেশের সম্পর্কের রসায়ন ঠিক হবে সেখানেই।