PM Narendra Modi: মোদীর চপারের সামনে কালো বেলুন! বিজয়ওয়াড়ায় বিঘ্নিত প্রধানমন্ত্রীর নিরাপত্তা
প্রধানমন্ত্রীর চপার আসা-যাওয়ার রুটকে সম্পূর্ণভাবে `নো-ফ্লাই জোন` করে দেওয়া হয়।
জ্যোতির্ময় কর্মকার: বিজয়ওয়াড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা 'বিঘ্নিত।' মোদীর চপারের কাছে দেখা যায় কালো বেলুন। চপারের সামনে দেখা যায় কালো বেলুন। এই ঘটনা কারা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি প্রধানমন্ত্রীর নিরাপত্তা দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁরাও বিষয়টি খতিয়ে দেখছে।
এসওপি বা স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী, প্রধানমন্ত্রীর চপার যেখানে নামে, সেখানে প্রধানমন্ত্রীর চপার আসার এক ঘণ্টা আগে থেকে রেইকি করা হয়। সেই জায়গাকে অর্থাৎ সেই রুটকে সম্পূর্ণভাবে 'নো-ফ্লাই জোন' করে দেওয়া হয়। বেলুন তো দূরের কথা ঘুড়ি ওড়ানো পর্যন্ত বন্ধ থাকে। অন্য কোনও উড়ান চলাচল, ড্রোন ওড়ানো সবকিছু বন্ধ থাকে।
প্রধানমন্ত্রীর চপার ওঠা নামার সময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ বেলুন ওড়ানো, ছাতা ধরা। সেখানে কী করে কালো রঙের বেলুন প্রধানমন্ত্রীর চপারের সামনে চলে এল, সেখানেই প্রশ্নচিহ্ন।
আরও পড়ুন, কুলুতে বাস উলটে খাদে, নিহত একাধিক পড়ুয়া-সহ ১৬
IndiGo-Air India: এয়ার ইন্ডিয়ার ইন্টারভিউ দিতে ব্যস্ত কর্মীরা, ব্যাহত ইন্ডিগোর পরিষেবা
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)