নিজস্ব প্রতিবেদন: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দুর্নীতি সামনে আসতেই নীরব মোদীর আরও কীর্তি সামনে চলে এল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৬ সালে নোট বাতিলের ঘোষণার কয়েক ঘণ্টা আগেই মুম্বইয়ের পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৯০ কোটি টাকা জমা করেছিলেন নীরব। এরকমই দাবি করলেন ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টির নেতা মজিদ মেমন। ওই টাকা জমা করার বিনিময়ে কোনও সুবিধাও নীরব পেয়েছিলেন কিনা তা নিয়ে তদন্তের দাবি করলেন বিশিষ্ট এই আইনজীবী।


সংবাদ সংস্থা এএনআইকে মেমন বলেন, ‘নীরব মোদী দেশ ছাড়ার আগেই এই ঘটনাটি সামনে এসেছিল। কী ভাবে ওই বিপুল টাকা নীরব পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে জমা করালেন তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। ওই টাকা জমা করে নীরব কোনও সুবিধা পেয়েছিলেন কিনা তা খোঁজ খবর করা প্রয়োজন।’


অারও পড়ুন-অর্জুনের মতই অভিষেক ছবির মুক্তির আগে মাতৃহারা জাহ্নবী


বিশিষ্ট আইনজীবী মেমনের দাবি, গত ৮ নভেম্বর ওই লেনদেন এটাই প্রমাণ করে ‌যে নীরব মোদীর সঙ্গে বিজেপি সরকারের ‌যোগসাজস রয়েছে।