নিজস্ব প্রতিবেদন: ফের রক্তাক্ত ছত্তিশগড়। এবার ফের সেই দান্তেওয়াড়া। নিশানায় রাজ্য পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার সকালে দান্তেওয়াড়ার চোলনার গ্রামের মধ্যে দিয়ে ‌যাচ্ছিল রাজ্য পুলিসের একটি টহলদারি এসইউভি। গাড়িতে ছিলেন রাজ্য পুলিসের ৭ জওয়ান। সেই সময়ে ওই গাড়িটিকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। বাকী একজনের মৃত্যু হয় হাসপাতালে।


আরও পড়ুন-বোফর্স কামানকে টেক্কা দিতে আসছে ধনুশ, পরীক্ষা আগামী সপ্তাহেই


নিহত পুলিস কর্মীদের মধ্যে ৩ জন ছত্তিশগড় আর্মড পুলিস ফোর্সের জওয়ান ও বাকী ৩ জন ছত্তিশগড় পুলিস ডিস্ট্রিক্ট ফোর্সের জওয়ান। হামলার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে সিআরপিএফের একটি দল।


আরও পড়ুন-আম্মেদকরের জায়গায় বসবে দীনদয়াল উপাধ্যায়ের মূর্তি, নির্দেশ দিলেন যোগী


উল্লেখ্য, গত মাসেই একটি আইইডি বিস্ফোরণের মারা ‌যান ছত্তিশগড় ডিস্ট্রিক্ট পুলিস ফোর্সের ২ জওয়ান। এপ্রিলেই অন্য এক আইডি বিস্ফোরণে মৃত্যু হয় এক কোবরা ফোর্সের জওয়ানের। ২৫ মার্চ মওবাদীরা সুকমায় হামলা চালায়। সেই হামলাতেও ৪ জওয়ান আহত হন।