আম্মেদকরের জায়গায় বসবে দীনদয়াল উপাধ্যায়ের মূর্তি, নির্দেশ দিলেন যোগী

মূর্তি সরিয়ে সেখানে দীনদয়াল উপাধ্যায়ের মূর্তি বসানোর পরামর্শ দেন তিনি। এর পরই একটি মূর্তি সরানোর নির্দেশ দেয় উত্তর প্রদেশ সরকার। সরকারের প্রতিলিপি জি ২৪ ঘণ্টার কাছে রয়েছে।  সরকারি আধিকারিক অজয় কুমার আগরওয়ালের স্বাক্ষর করা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, মূর্তি সরানোর জন্য আইন-শৃঙ্খলার অবনতি হলে তা সামলাবে জেলা প্রশাসন। 

Updated By: May 20, 2018, 01:21 PM IST
আম্মেদকরের জায়গায় বসবে দীনদয়াল উপাধ্যায়ের মূর্তি, নির্দেশ দিলেন যোগী

নিজস্ব প্রতিবেদন: আগরায় ভীমরাও রামজি আম্মেদকরের মূর্তি সরিয়ে সেখানে দীনদয়াল উপাধ্যায়ের মূর্তি বসানোর নির্দেশ দিল যোগী সরকার। সরকারের এই নির্দেশে অশান্তির আশঙ্কা দেখছেন অনেকে। 
সরকারের দাবি, আগরার পাঁ বিধায়ক জগনপ্রসাদ গর্গের পরামর্শে ওই মূর্তিটি সরানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। মাস কয়েক আগে মুখ্যমন্ত্রীকে এক চিঠিতে তিনি জানিয়েছিলেন, আগরায় ওই এলাকায় বাবাসাহেবের দু'টি মূর্তি রয়েছে। একটি মূর্তি সরিয়ে সেখানে দীনদয়াল উপাধ্যায়ের মূর্তি বসানোর পরামর্শ দেন তিনি। এর পরই একটি মূর্তি সরানোর নির্দেশ দেয় উত্তর প্রদেশ সরকার। সরকারের প্রতিলিপি জি ২৪ ঘণ্টার কাছে রয়েছে। 
সরকারি আধিকারিক অজয় কুমার আগরওয়ালের স্বাক্ষর করা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, মূর্তি সরানোর জন্য আইন-শৃঙ্খলার অবনতি হলে তা সামলাবে জেলা প্রশাসন। 
বিধায়ক জগনপ্রসাদ গর্গ জি মিডিয়াকে জানিয়েছেন, কারও ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য মূর্তি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং দীনদয়াল উপাধ্যায়ও দলিতদের জন্য লড়েছিলেন। তাঁর মূর্তি দলিতদেরও গর্বিত করবে। যে মূর্তিটি সরানো হচ্ছে তা অন্য জায়গায় বসানো হবে। 

 

.