নভেম্বর পর্যন্ত মাসে মাথাপিছু ৫ কেজি চাল-গম পাবেন দেশের ৮০ কোটি মানুষ, ঘোষণা মোদীর
গোটা দেশে এক রেশন কার্ডের ব্যবস্থা হচ্ছে। এতে লাভবান হবেন গরিব মানুষ। যারা রাজ্য ছেড়ে অন্য রাজ্যে থাকেন তাদের সুবিধে হবে।
নিজস্ব প্রতিবেদন: আগামিকাল থেকে শুরু হচ্ছে আনলক-২। তার আগে আজ দেশবাসীকে করোনা মোকাবিলায় ফের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে আগামী তিন মাস দেশের গরিব মানুষদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন নরেন্দ্র মোদী।
আজ জাতির উদ্দেশে তাঁর ভাষণে মোদী বলেন-
** প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ বাড়িয়ে দেওয়া হল নভেম্বর পর্যন্ত। এই প্রকল্পে দেশের গরিব পরিবারের প্রতিটি সদস্যকে মাথাপিছু প্রতিমাসে ৫ কেজি গম বা চাল দেওয়া হবে। পাশাপাশি প্রত্যেক পরিবারকে মাসে ১ কেজি ডাল দেওয়া হবে। এতে উপকৃত হবে দেশের ৮০ কোটি মানুষ। এর জন্য খরচ হবে ৯০ হাজার কোটি টাকা। গত তিন মাসে এই যোজনার খরচ যোগ করলে মোট খরচ দাঁড়াবে দেড় লাখ কোটি টাকা।
আরও পড়ুন-গালওয়ান থেকে সরতে হবে চিনকে, লাদাখে চরম উত্তেজনার মধ্যেই শুরু দু'দেশের কমান্ডার পর্যায়ের বৈঠক
** প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের গরিব মানুষদের এই সুবিধে দিতে পারছে কারণ এর পেছনে রয়েছেন দেশের পরিশ্রমী কৃষক ও আয়করদাতারা। তাঁদের আমি প্রণাম জানাচ্ছি।
** গোটা দেশে এক রেশন কার্ডের ব্যবস্থা হচ্ছে। এতে লাভবান হবেন গরিব মানুষ। যারা রাজ্য ছেড়ে অন্য রাজ্যে থাকেন তাদের এতে সুবিধে হবে।
** গরিব, পীড়িত ও শোষিতদের জন্য কাজ করবে কেন্দ্র।
** আত্মনির্ভর ভারতের জন্য কাজ করব। লোকাল এর জন্য ভোকাল হব। এর জন্য দেশবাসীকে সংকল্পের সঙ্গে কাজ করতে হবে।
** গত ৩ মাসে গ্রামীণ এলাকার ২০ কোটি পরিবারকে ৩১,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে।
** আনলক হওয়ার পর মানুষের মধ্যে একটা গাছাড়া ভাব দেখা যাচ্ছে। এটা চলবে না। করোনা কনটেনমেন্ট এলাকায় আমাদের আরও গুরুত্ব দিতে হবে।
আরও পড়ুন-আর লাইনে দাঁড়ানো নয়, এবার থেকে অনলাইনেই মেট্রো স্মার্টকার্ড রিচার্জ
** আমরা আনলক-২ দশায় প্রবেশ করতে যাচ্ছি। এখন সর্দি-কাশির সময়। সবাইকে তাই সাবধানে থাকতে বলছি।
** ঠিক সময়ে লকডাউন করা হয়েছিল তাই দুনিয়ার অন্যান্য দেশের তুলনার ভারতের অবস্থা অনেকটাই ভালো।