ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় বিপাকে অভিনেতা প্রকাশ রাজ। ৫২ বছরের অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের হল। ৭ অক্টোবর লখনৌয়ের আদালতে মামলার শুনানি। প্রধানমন্ত্রীকে বড় অভিনেতা বলে কটাক্ষ করেছিলেন দাবাং টু-এর 'ভিলেন'।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কানাড়া সংবাদিক গৌরী লঙ্কেশের খুনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে নিশানা করেছিলেন প্রকাশ রাজ। রবিবার তিনি ডিওয়াইএফআই-এর একটি অনুষ্ঠানে বলেছিলেন, "লঙ্কেশের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় ‌যারা আনন্দ করেছে, তাদের ফলো করেন প্রধানমন্ত্রী। এটা খুবই দুর্ভাগ্যজনক।"  
 
প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে তিনি বলেছিলেন, "আমার চেয়েও বড় অভিনেতা প্রধানমন্ত্রী। পাঁচটি জাতীয় পুরস্কারই তাঁকে দিয়ে দেব।" এমনকি ‌যোগী আদিত্যনাথকেও নিশানা করেছিলেন প্রকাশ রাজ।


আরও পড়ুন, পেট্রোল-ডিজেলের দাম কমাতে রাজ্যগুলিকে চাপ দিল কেন্দ্র