জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তেজস্বী যাদবকে বিহারের মুখ্যমন্ত্রী করার জন্য ২০২৫ পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। এমনটাই পরামর্শ দিলেন প্রশান্ত কুমার। শনিবার নীতিশ কুমারকে এই রাজনৈতিক বিশ্লেষক জানান, তেজস্বী যাদবকে বিহারের মুখ্যমন্ত্রী করার জন্য ২০২৫ পর্যন্ত অপেক্ষা করা উচিত নয়। জন সুরজ পদযাত্রায় শেওহরে ভাষণ দিতে গিয়ে প্রশান্ত কিশোর বলেন, তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী করার জন্য ২০২৫ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তাদের জোটে সবচেয়ে বড় শরিক আরজেডি। নীতীশ কুমারের উচিত তেজস্বীকে মুখ্যমন্ত্রী করা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Pathaan Controversy: চূড়ান্ত অশ্লীল; আঘাত মুসলিমদের আবেগেও, 'পাঠান' প্রদর্শন বন্ধের দাবি উলেমা বোর্ডের


তিনি আরও বলেন, এর ফলে তেজস্বী তিন বছর কাজ করার সুযোগ পাবে এবং তার পারফরম্যান্সের ভিত্তিতে জনগণ ভোট দেওয়ারও সুযোগ পাবে। ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মহাজোটকে নেতৃত্ব দেবেন নীতিশ কুমার। সেখানেই জেডিইউ প্রধান ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি তরুণ তেজস্বী যাদবের কাছেই ব্যাটন দিয়ে দেওয়ার অপেক্ষা করছেন। 


সিপিআই (এমএল) লিবারেশন দলের নেতা মাহবোব আলম বলেন,  তেজস্বীকে সামনে নিয়ে নীতীশ জানিয়েছেন তিনিই ভবিষ্যতের নেতা। তেজস্বীর নেতৃত্বেই ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে লড়ব। তিনি আরও বলেন, ‘আমরা মনে করি যে মহাগটবন্ধন বিজেপির প্রতিনিধিত্বকারী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করছে। সেখানে তেজস্বীজি একজন তরুণ ও উদ্যমী নেতা।' 


উল্লেখ্য, তেজস্বী যাদব ২০২০ সালের বিধানসভা নির্বাচনে মহাগটবন্ধনে থেকে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছিলেন। যেখানে এনডিএ-র পক্ষেও ভাল ফল করা সম্ভব হয়নি। এদিকে, আগস্ট মাসে রাজনৈতিক অস্থিরতার কারণে বিহারে ক্ষমতা হারিয়েছে বিজেপি। তখনই নীতীশ কুমার এবং রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) মধ্যে একটি সূত্র তৈরির চেষ্টা চলে।


 



আরও পড়ুন, যাত্রীকে ৫টাকা বেশি দামে জলের বোতল বিক্রি! IRCTC কনট্রাক্টরকে ১ লাখ জরিমানা রেলের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)