জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরোঃ ভারতের ১৫ তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে শনিবার সন্ধ্যায় লন্ডনে গিয়ে পৌঁছেছেন। তিনি ভারত সরকারের পক্ষ থেকে শোকজ্ঞাপন করবেন। ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বুধবারই ঘোষণা করা হয়েছিল দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য শনিবার লন্ডন পৌঁছবেন ভারতের কনিষ্ঠ রাষ্ট্রপতি। যদিও বিদেশমন্ত্রক আগেই রানির মৃত্যুর পর শোকপ্রকাশ করে জানায়, এলিজাবেথের শাসনকালে ভারত-ব্রিটেন সম্পর্ক নিবিড় থেকে নিবিড়তর হয়েছে। দ্বিতীয় এলিজাবেথ গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে প্রয়াত হন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও রানির শোকজ্ঞাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রন এসেছিল। তবে মোদী আপাতত লন্ডন যাচ্ছেন না বলেই জানা যাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, PM Modi's Birthday: মোদীর জন্মদিনে বিশ্বরেকর্ড! ১ লক্ষ স্বেচ্ছাসেবকদের রক্তদান দেশজুড়ে


তবে শুধু ভারতের রাষ্ট্রপতি নন, এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানাতে লন্ডনের শোকজ্ঞাপন অনুষ্ঠানে হাজির থাকবেন প্রায় ১০০ দেশের রাষ্ট্রপ্রধানরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লন্ডনে গেছেন তিনদিনের সফরসূচীতে। সেখানে তিনি যেমন যোগ দেবেন রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে তেমনই রবিবার সন্ধ্যায় তিনি হাজির থাকবেন রাজা তৃতীয় চার্লস কর্তৃক আয়োজিত বিশ্বনেতাদের সংবর্ধনা সভায়। রাষ্ট্রপতি ভবন থেকে টুইট করে ইতিমধ্যে রাষ্ট্রপতির লন্ডন যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানান হয়েছে ‘রানি দ্বিতীয় এলিজাবেথের শোকপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লন্ডনগামী বিমানে চড়েছেন। গত ৮ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর সমগ্র ভারত জুড়ে ১১ সেপ্টেম্বর শোক পালন হয়। এমনকি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লির ব্রিটিশ হাইকমিশনে গিয়ে সমবেদনা জানাতে হাজির ছিলেন। রানির শোকজ্ঞাপন অনুষ্ঠানে থাকছে নিরাপত্তার কড়া বন্দোবস্ত। দ্রৌপদী মুর্মু ছাড়াও ওই অনুষ্ঠানে হাজির থাকছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের মতো হাইভোল্টেজ নেতারা। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের হত্যার পর নিরাপত্তার বিষয়ে আরও সচেতন হতে চাইছে ব্রিটেন প্রশাসন।'


রাষ্ট্রপতির পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ব্রিটেন প্রশাসনের থেকে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবার আমন্ত্রণ ছিল। তবে তিনি তখন থাকবেন উজবেকিস্তানের সমরকন্দে। রাশিয়া এবং চিনের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। লাদাখে নতুন করে চিনের ঘাঁটি তৈরির প্রমাণ মিলেছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমন নিয়েও সাম্প্রতিক সময়ে শীতল হয়েছে রাশিয়া-ভারত সম্পর্ক। সমগ্র রাজনৈতিক মহলের নজর রয়েছে সমরকন্দে অনুষ্ঠিত এই বৈঠকের দিকে। ইতিমধ্যে ২৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদী জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের শোকজ্ঞাপন অনুষ্ঠানে জাপান যাবেন বলে জানা গেছে।


আরও পড়ুন, Government Job Alert: ৫০০০-এর বেশি শূন্য পদ! ঝটফট আবেদন করে ফেলুন...


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)