Government Job Alert: ৫০০০-এর বেশি শূন্য পদ! ঝটফট আবেদন করে ফেলুন...

Government Job Alert: ৫০০০ টিরও বেশি শূন্য পদের জন্য আবেদন করা যাবে। এক একটি পদের জন্য এক একরকম বয়স সীমা ও শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। একমাস ধরে চলবে এই আবেদন প্রক্রিয়া। যে সকল প্রার্থীরা আগ্রহী, তাঁরা নীচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক, আবেদন করার লিংক, আবেদন মূল্যসহ অন্যান্য তথ্য দেওয়া হল।

Updated By: Sep 17, 2022, 10:15 PM IST
Government Job Alert: ৫০০০-এর বেশি শূন্য পদ! ঝটফট আবেদন করে ফেলুন...

Government Job Alert, জি ২৪ ঘন্টা ডিজিট্যাল ব্যুরো: এফসিআই ( বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার বিভিন্ন নন-এক্সিকিউটিভ পদের জন্য আবেদন পত্র  জমা নেওয়া হচ্ছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। ৫০০০ টিরও বেশি শূন্য পদের জন্য আবেদন করা যাবে। এক একটি পদের জন্য এক একরকম বয়স সীমা ও শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। একমাস ধরে চলবে এই আবেদন প্রক্রিয়া। যে সকল প্রার্থীরা আগ্রহী, তাঁরা নীচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক, আবেদন করার লিংক, আবেদন মূল্যসহ অন্যান্য তথ্য দেওয়া হল।

এফসিআই নিয়োগ ২০২২

অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু: ৬ সেপ্টেম্বর, ২০২২

এফসিআই নন-এক্সিকিউটিভ পদের জন্য আবেদনের শেষ তারিখ: ৫ অক্টোবর, ২০২২

শূন্যপদের সংখ্যা

মোট ৫০৪৩, উত্তর জোনে ২৩৮৮, দক্ষিণ জোনে ৯৮৯ , পূর্বাঞ্চলে ৭৬৮ , পশ্চিমাঞ্চলে ৭১৩ এবং উত্তর-পূর্বাঞ্চলে ১৮৫

আবেদন মূল্য

সাধারণ প্রার্থীদের জন্য ৫০০ টাকা। SC, ST, PwBD, সার্ভিং ডিফেন্স পার্সোনেল, প্রাক্তন সেনা এবং মহিলা প্রার্থীদের বিনামূল্য়েই আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা-সহ যাবতীয় বিষয় জানা যাবে। বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন।

আবেদন করার পদ্ধতি

অফিসিয়াল ওয়েবসাইট  fci.gov.in-এ যান।

হোম পেজে ‘রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নং ০১/ ২০২২-এফসিআই ক্যাটাগরি-III তারিখ ০৩.০৯.২০২২’-এ ক্লিক করলেই আবেদনের লিংক পাওয়া যাবে।

লিংকে ক্লিক করে সিস্টেম জেনারেটেড রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

যাবতীয় তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করুন। ভবিষ্যতের রেফারেন্সের জন্য ফর্ম জমা দেওয়ার পর ডাউনলোড করে নিন।

FCI নিয়োগ 2022- আবেদন করার জন্য সরাসরি লিঙ্ক

নির্বাচন প্রক্রিয়া

এফসিআই নন-এক্সিকিউটিভ পদের জন্য ফেজ ওয়ান ও ফেজ টু, দু’ধাপে পরীক্ষা নেওয়া হবে। জানুয়ারি মাসে এই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার তারিখের ১০ দিন আগে প্রার্থীরা আবেদনপত্র পেয়ে যাবেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.