নিজস্ব প্রতিবেদন: অসমে ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত হলেন প্রাক্তণ এক সেনা কর্মী। রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত মহম্মদ সানাউল্লাহের বর্তমান ঠিকানা এখন বন্দিশিবির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-অর্ণবের জেরার মাঝেই সিজিওতে ২ ট্রাঙ্কভর্তি সারদার নথি পৌঁছে দিল বিধাননগরের পুলিস


অসমের কোলোহিকাশ গ্রামের বাসিন্দা সানাউল্লাহকে বিদেশি চিহ্নিতকরণ ট্রাইবুনাল বিদেশি হিসেবে চিহ্নিত করেছ। সানাউল্লাহ বর্তমানে বর্তমানে সীমান্ত পুলিসের সাব ইনস্পক্টের।



কামরূপ জেলা অতিরিক্ত পুলিস সুপার সঞ্জীর সইকিয়া জানিয়েছেন, ২০০৮ সালে সানাউল্লাহর নামে একটি মামলা করা হয়। সেখানে দাবি করা হয় সানাউল্লাহর নাম রয়েছে ডি ভোটার বা ডাউটফুল ভোটারের তালিকায়।


বুধবার সানাউল্লাহকে বন্দিশিবিরে নিয়ে যাওয়া হয়। সে সেসময় তিনি সাংবাদিকদের বলেন, তিনি একজন ভারতীয় নাগরিক। এর জন্য প্রয়োজনীয় নথিও তার কাছে রয়েছে। তিরিশ বছর দেশের সেবা করেছেন। ২০১৪ সালে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কারও পেয়েছেন।


আরও পড়ুন-সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন, তাই দিল্লি সফর বাতিল করেছেন মমতা


সানাউল্লাহ আরও জানিয়েছেন তিনি উচ্চ মাধ্যমিক পাস করেন বোকোর চাম্পোপাড়া সরাকির হাইস্কুল থেকে। সেনা থেকে অবসর নেওয়ার পর তিনি কাজ করতেন বর্ডার পুলিস এএসআই হিসেবে কাজ করছিলেন।