নিজস্ব প্রতিবেদন: করোনা উদ্বেগের মাঝে নিউ নর্ম্যাল দুর্গা পুজো। আজ সপ্তমী। দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর বার্তায় উঠে এল মাতৃশক্তিকে সম্মানের সঙ্গে সঙ্কট মোকাবিলায় দেবী বন্দনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাষ্ট্রপতি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, "দুর্গা পুজোর শুভ অনুষ্ঠানে আমি ভারত এবং বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের শুভেচ্ছা জানাই।"


পাশাপাশি রাষ্ট্রপতি বলেছেন, "বহু বছর ধরেই সারা ভারতে, বিশেষ করে পূর্ব ভারতে দুর্গা পুজো হয়ে আসছে। দশ দিন ধরে পালিত হয় এই উৎসব। উৎসবের সময় ভক্তরা শক্তির আরাধ্য দেবী -দুর্গা, জ্ঞানের দেবী-সরস্বতী এবং ধন-সম্পদের দেবী লক্ষ্মীর পুজো করেন। নারীদের সম্মান করা আমাদের ঐতিহ্য। আর তা উৎসবের সময়ও ফুটে ওঠে। আমাদের সকলের উচিত আমাদের নারী সম্প্রদায় অর্থাৎ মাতৃশক্তি ও ক্ষমতায়নকে সম্মান জানানো।"


তিনি আরও বলেন, "বলা হয়ে থাকে যে দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশ করতে সমস্ত দেবদেবীর সম্মিলিত শক্তিকে ব্যবহার করেছিলেন।  এটা আমাদের শেখায় যে এই কঠিন সময়ে আমরা ঐক্যবদ্ধ থাকলে যে কোনও সংকটের মোকাবিলা করতে পারব।"



আরও পড়ুন -স্বস্তি দিচ্ছে দেশের করোনা চিত্র, কমছে দৈনিক সংক্রমণ, বাড়ছে সুস্থতার হারও