নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রের কাছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ দেশে শিশুদের অপুষ্টি দূরীকরণ। এই নিয়ে কাজ অনেকটাই এগিয়েছে। তবে বাকি রয়েছে অনেক কাজ। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বৃহষ্পতিবার জাতির উদ্দেশে ভাষণে এমনই মত পোষণ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি বলেন, ''আমাদের দেশের মানুষ একে অপরকে সাহায্য করতে সর্বদা প্রস্তুত। সেই বিষয়কে মাথায় রেখেই আগামীদিনে আমাদের কাজ করতে হবে।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- জনমোহিনী বাজেট করতে গিয়ে যেন লক্ষ্যভ্রষ্ট না হয় সরকার: রঘুরাম রাজন


রাষ্ট্রপতি বলেন, নাগরিকদের স্বার্থত্যাগই একটি উদার রাষ্ট্র গঠন করতে পারে। জাতির উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি প্রথমেই স্বাধীনতা আন্দোলনে শহিদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপরই তিনি বলেন, আমাদের দেশ আর্থ-সামাজিক দিক থেকে এগিয়ে চলেছে। দেশের ৬০ শতাংশ মানুষ তরুণ। তাদের উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক প্রকল্প রয়েছে। সেগুলিকে কাজে লাগিয়ে এখনই দেশের অগ্রগতি করতে হবে।


শুক্রবার প্রজাতন্ত্র দিবসের আগে এদিন আসিয়ানভুক্ত দেশগুলির নেতাদের সঙ্গে দেখা করেন রাষ্ট্রপতি। তাদের সম্মানার্থে রাষ্ট্রপতি ভবনে মধ্যাহ্ণভোজনের আয়োজন করা হয়।