জনমোহিনী বাজেট করতে গিয়ে যেন লক্ষ্যভ্রষ্ট না হয় সরকার: রঘুরাম রাজন

পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সংসদে পেশ করবেন ২০১৮-১৯ অর্থবর্ষের বাজেট। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে এটাই মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট।

Updated By: Jan 25, 2018, 06:55 PM IST
জনমোহিনী বাজেট করতে গিয়ে যেন লক্ষ্যভ্রষ্ট না হয় সরকার: রঘুরাম রাজন

নিজস্ব প্রতিবেদন : ভারতকে উন্নয়নশীল থেকে উন্নততম দেশ করে তুলতে হলে পরিকাঠামো উন্নয়নে জোর দিতে হবে। আর তার জন্য গত কয়েক বছর ধরে তৈরি হওয়া নানা বাধ্যবাধকতাকে দূরে সরিয়ে রাখতে হবে এখনই। ২০১৮-১৯ অর্থবর্ষের বাজেট পেশ করার আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রককে পরামর্শ আরবিআই-এর প্রাক্তন চেয়ারম্যান রঘুরাম রাজনের। তিনি বলেন, ''পরিকাঠামো উন্নয়নে দীর্ঘদিনের সমস্যা জমিজট। এবার সেই সমস্যা মিটিয়ে উন্নয়নে জোর দিতে হবে কেন্দ্রকে।''

পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সংসদে পেশ করবেন ২০১৮-১৯ অর্থবর্ষের বাজেট। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে এটাই মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। বিশেষজ্ঞদের ধারণা, এবারের বাজেটকে জনমোহিনী করে তোলার সবরকম প্রয়াস করবে কেন্দ্র। বিশেষ করে নজর থাকবে মধ্যবিত্তদের দিকে। আর তা করতে গিয়ে নিজেদের লক্ষ্য থেকে সরে না যাওয়ার পরামর্শ দিলেন রাজন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, ''ছোট ছোট টার্গেট পূরণের ওপর জোর দেওয়া উচিত মোদী সরকারের। বিশেষ করে এমন কোনও ঘোষণা করা উচিত নয় যা রাজস্ব ঘাটিতি কমাতে অক্ষম হয়। এতে বিশ্বাসযোগ্যতা হারায় সরকার।''

আরও পড়ুন- আয়কর শুধু বেসিকের ওপর! চাকরিজীবীদের জন্য বাজেটে সুখবর শোনাতে পারেন জেটলি

রাজনের কথায়, ''ভারতে প্রায় অধিকাংশ সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট মন্ত্রকের আমলারা। তাদের সেই পরিকল্পনার অনেকটাই বাকি থেকে যায় বছরের শেষে। এই রীতিতে এবার বদল আনা দরকার। তবেই কাজে গতি আসবে।''

আধার নিয়েও মুখ খোলেন রঘুরাম রাজন। তিনি মনে করেন, সবক্ষেত্রে আধার-এর প্রয়োজন নেই। সরকারের উচিত একটি তালিকা তৈরি করা, যেখানে বলা থাকবে কোন কোন ক্ষেত্রে আধার প্রয়োজন হবে।

.