নিজস্ব প্রতিবেদন: দিল্লিতে ভোট মেটার অপেক্ষায় ছিল কেন্দ্র। বুধবার থেকে অনেকটাই বাড়িয়ে দেওয়া হল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। এর জন্য কলকাতায় সিলিন্ডারপিছু দিতে হবে অতিরিক্ত ১৪৯ টাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-এনআরসির সাইট থেকে উধাও নাগরিকপঞ্জীর তথ্য! চিন্তা নেই বলল কেন্দ্র


ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে বুধবার থেকে কলকাতায় সিলিন্ডারপিছু দিতে হবে অতিরিক্ত ১৪৯ টাকা। চেন্নাইয়ে লাগবে অতিরিক্তি ১৪৭ টাকা। পাশাপাশি দিল্লিতে অতিরিক্ত দিতে হবে ১৪৪ টাকা ৫০ পয়সা ও মুম্বইয়ে বাড়ছে ১৪৫ টাকা প্রতি সিলিন্ডারে।


দাম বাড়ার পর এবার কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম পড়বে ৮৯৬ টাকা। আগে এই দাম ছিল ৭৪৭ টাকা। পাশাপাশি দিল্লিতে সিলিন্ডাপিছু দাম ৭১৪ টাকা থেকে বেড়ে ৮৮৫ টাকা ৫০ পয়সা, মুম্বইয়ে ছিল ৬৮৪ টাকা। বেড়ে হল ৮২৯ টাকা ৫০ পয়সা।


আরও পড়ুন-শরীর ভেসে যাচ্ছে রক্তে! সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ পড়শি যুবকের


প্রতিমাসে গ্যাসের দাম পর্যালোচনা করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম বাড়লে তেলের দামের পাশাপাশি বাড়ে গ্যাসের দামও।  ফেব্রুয়ারির শুরুতেই বেড়েছিল ভর্তুকিহীন গ্যাসের দাম। এবার ফের হেঁসেলে চাপ বাড়াল কেন্দ্র।