শরীর ভেসে যাচ্ছে রক্তে! সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ পড়শি যুবকের

শিশুটিকে একা পেয়ে ভুলিয়ে বাড়িতে নিয়ে যায় প্রতিবেশী যুবক অরূপ সাহা।

Updated By: Feb 12, 2020, 06:24 PM IST
শরীর ভেসে যাচ্ছে রক্তে! সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ পড়শি যুবকের

নিজস্ব প্রতিবেদন : সাড়ে তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদায়। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিস।

জানা গিয়েছে, বেলদার মুরাদপুরে বাড়ি ওই শিশুকন্যার। বাড়ির পাশেই গতকাল বিকাল সাড়ে ৫টা নাগাদ খেলছিল ওই শিশুকন্যা। অভিযোগ, তখনই শিশুটিকে একা পেয়ে ভুলিয়ে বাড়িতে নিয়ে যায় প্রতিবেশী যুবক আরিপ সাহা। সেখানেই ওই শিশুকন্যাটিকে ধর্ষণ করে সে।  

এদিকে সন্ধে হয়ে যাওয়ার পরেও শিশুটি বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে  পরিবারের লোকজন। তখনই আরিপ সাহার বাড়ি থেকে ওই শিশুকন্যার কান্নার চিৎকার শুনতে পান তাঁরা। কান্না শুনেই তাঁরা অরূপ সাহার বাড়িতে ঢোকেন। অভিযোগ, সেখান থেকে তাঁরা শিশুকন্যাটিকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেন। ওই শিশুকন্যার শরীরে রক্তের দাগ লেগেছিল।

আরও পড়ুন, সপ্তম শ্রেণির ছাত্রীকে ক্লাসরুমে আটকে রেখে শ্লীলতাহানি স্কুল শিক্ষকের

আরও পড়ুন, বয়সে ১১ বছরের ছোট যুবকের সঙ্গে পরকীয়া ২ সন্তানের মার, পরিণতি মর্মান্তিক

এই ঘটনায় এরপর রাতেই বেলদা থানায় পকসো আইনে অভিযোগ রুজু হয়। তারপর রাতেই অভিযুক্ত অরূপ সাহাকে গ্রেফতার করে বেলদা থানার পুলিস। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

.