জ্যোতির্ময় কর্মকার


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পশ্চিমবঙ্গে ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলাটি নিয়ে অব্যাহত জটিলতা। সোমবার মামলাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট। 
  
২০১৪ সালে হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা। চাকরিপ্রার্থীরা অভিযোগ করেছিলেন, পাঠ্যক্রমের বাইরের প্রশ্ন এসেছে পরীক্ষায়। বিষয়টি নিয়ে বিহিত চেয়ে হাইকোর্টের শরণাপন্ন হন তাঁরা। পরীক্ষার্থীদের আবেদনে সাড়া দিয়ে রাজ্য সরকারকে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি। ওই বিশেষজ্ঞ কমিটি পরবর্তীকালে হলফনামা দিয়ে জানায়, পাঠ্যক্রমের বাইরে প্রশ্ন এসেছিল। 



সরকারের তরফে জানানো হয়, মামলাকারীদের গ্রেস মার্কস বা অতিরিক্ত নম্বর দেওয়া হবে। কিন্তু তাতেও গোল বাঁধে। প্রশ্নপত্রে পাঠ্যক্রমের বাইরে প্রশ্নপত্রের উত্তর দিয়েছেন সকলেই। তাহলে শুধুমাত্র মামলকারীদের এই সুবিধা কেন? আরও এক বার বল গড়ায় শীর্ষ আদালতে।


মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানায়, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে বলে দেওয়া হয়েছে, নতুন করে আর নিয়োগপ্রক্রিয়া হবে না। এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিট পিটিশন দাখিলের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।   


আরও পড়ুন- ব্রিগেডে মোদীর সভায় পদ্ম পতাকা হাতে নেবেন সব্যসাচী? জোর জল্পনা