ব্রিগেডে মোদীর সভায় পদ্ম পতাকা হাতে নেবেন সব্যসাচী? জোর জল্পনা

Apr 01, 2019, 18:38 PM IST
1/8

নিজস্ব প্রতিবেদন: আগামী ৩ এপ্রিল ব্রিগেডে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ওই সভাতেই সব্যসাচী দত্তকে দলে টেনে চমক দিতে চলেছে গেরুয়া শিবির, সূত্রের খবর এমনটাই। 

2/8

বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বাড়িতে মুকুল রায়ের লুচি-আলুর দম খাওয়ার পর থেকেই শুরু হয়েছিল জল্পনা। কিন্তু তারপর সব্যসাচী দত্ত জানিয়েছিলেন, তৃণমূলেই আছেন।

3/8

কিন্তু সেখানেই জল্পনা থামেনি। দোলের দিন সব্যসাচী দত্ত বিতর্ক উস্কে বলে দেন, গর্ব করে বলি 'ভারত মাতা কি জয়'। সব্যসাচীর এহেন মন্তব্যে ওঠে প্রশ্ন, তাহলে কি সব্যসাচীবাবু গেরুয়া শিবিরে যাচ্ছেন? 

4/8

অতিসম্প্রতি জলপাইগুড়িকে মুকুল রায় দাবি করেন, সব্যসাচী তৃণমূলেই আছেন। উন্নয়নের সঙ্গে রয়েছেন। 

5/8

রবিবার আবার নিজের ওয়ার্ডেই তৃণমূলের অনুষ্ঠানে ডাক পাননি সব্যসাচী দত্ত। জ্যোতিপ্রিয় মল্লিক তো সরাসরি বলেছিলেন, দলে থেকে না আসাটা অনুচিত হয়েছে। 

6/8

অনেকের মতে, তৃণমূলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন সব্যসাচী দত্ত। বিজেপি সূত্রের খবর, বারাসত আসনে তাঁকে প্রার্থী করার প্রস্তাব দিয়েছিল বিজেপি। ওই আসনে অবশ্য প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে।      

7/8

এবার শোনা যাচ্ছে, ৩ এপ্রিল ব্রিগেডে মোদীর সভামঞ্চে থাকতে পারেন সব্যসাচী দত্ত। আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারেন বিজেপিতে। 

8/8

সব্যসাচী দত্ত অবশ্য দাবি করেছেন, এমন খবর ভিত্তিহীন। তৃণমূলেই থাকছেন তিনি।