নিজস্ব প্রতিবেদন: সংসদের অধিবেশন বাধাহীন ভাবে চালাতে সাংসদদের ওয়েলে নেমে প্রতিবাদ করা থেকে বিরত থাকা উচিত বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সংসদের ২৫০তম অধিবেশনের প্রথম দিনে রাজ্যসভায় একথা বলেন তিনি। এদিন শুরু হয়েছে চলতি লোকসভার প্রথম শীতকালীন অধিবেশন। একই সঙ্গে ভারতীয় সংসদের এটি ২৫০তম অধিবেশনও বটে। এদিন তাঁর বক্তব্যে সংসদের গরিমা স্মরণ করেন প্রধানমন্ত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



এদিনের বক্তব্যে স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময়ে সংসদের অবদান মনে করান প্রধানমন্ত্রী। কী ভাবে স্মরণীয় ব্যক্তিরা ধীরে ধীরে গোটা ব্যবস্থাকে সাজিয়েছেন তাও ফুটে ওঠে প্রধানমন্ত্রীর বক্তব্যে। প্রধানমন্ত্রী বলেন, 'রাজ্যসভায় দেশের প্রতিটি রাজ্যের প্রতিনিধিত্ব রয়েছে। দেশের বৈচিত্রের মধ্যে ঐক্যের আত্মা এই রাজ্যসভা।' 


একই সঙ্গে রাজ্যসভায় যে সব যুগান্তকারী বিল পাশ হয়েছে তারও উল্লেখ করেন তিনি। তিন তালাক বিরোধী বিল পাশ রাজ্যসভার পরিণতমনস্কতার পরিচয় বলে উল্লেখ করেন তিনি। 


'অন্ধেরিনগরি জঙ্গলরাজ চলছে, ভয় পেয়েছেন মমতা', কটাক্ষ বিজয়বর্গীয়


একই সঙ্গে সঙ্গে সংসদের অধিবেশন বাধাহীনভাবে চালাতে সমস্ত সদস্যের দায়িত্ব স্মরণ করান মোদী। বলেন, 'এনসিপি ও বিজেডি সংসদে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাদের সাংসদরা কখনও ওয়েলে নেমে বিক্ষোভ দেখাননি। তাতে তাদের রাজনৈতিক উত্থানে কোনও সমস্যা হয়নি। আমাদের তাদের কাছ থেকে শেখা উচিত। আমার নিজের দলকেও বলব, ওদের দেখে শেখো।' প্রধানমন্ত্রী বলেন, 'গণতন্ত্রে বিরোধিতা থাকবেই। তীব্র বিতর্কের মাধ্যমে তার সুরাহা খোঁজা যেতে পারে। কিন্তু সংসদের অধিবেশন অচল করে কোনও সমাধান মিলবে না।'