`রীতি বিরোধী,` Kejriwal-কে PM Modi; নির্দেশ মেনে চলব, ক্ষমাপ্রার্থী মুখ্যমন্ত্রী
শুক্রবার কোভিড মোকাবিলায় ১১ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রীর সঙ্গে কোভিড নিয়ন্ত্রণ সংক্রান্ত বৈঠক সরাসরি সম্প্রচার করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গোপনীয়তা-ভঙ্গে ক্ষুব্ধ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বললেন,''এটা রীতি বিরোধী।'' ভবিষ্যতে সতর্ক থাকব বলে ক্ষমা চাইলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।
শুক্রবার কোভিড মোকাবিলায় ১১ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। ওই বৈঠকে সরাসরি সম্প্রচার করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরিওয়াল (Arvind Kejriwal) বলেন,''আমার বিশ্বাস, কোভিড নিয়ন্ত্রণে জাতীয় পরিকল্পনা রয়েছে। তাহলে রাজ্য সরকার ও কেন্দ্র যৌথভাবে সেই অভিমুখে কাজ করতে পারে।'' তাঁকে থামিয়ে প্রধানমন্ত্রী (PM Modi) বলে ওঠেন, ''যা হচ্ছে এটা আমাদের রীতির পরিপন্থী। ইন-হাউস বৈঠক সরাসরি সম্প্রচার করছেন একজন মুখ্যমন্ত্রী, তা প্রোটোকল বিরোধী। এটা অনুচিত। আমাদের সংযত থাকা দরকার।'' ক্ষমা চেয়ে কেজরিওয়াল বলেন, 'ঠিক আছে স্যর। ভবিষ্যতে সতর্ক থাকব।''
তার পর বলতে শুরু করেন কেজরিওয়াল (Arvind Kejriwal)। বলেন,''করোনায় মৃতদের পরিবারগুলির যেন শোক বহন করার শক্তি পায়। আমার তরফে কোনও ভুল হলে, কড়া কথা বললে বা আচরণ অসংযত হলে ক্ষমা চাইছি। আপনার নির্দেশ মেনে চলব।''
পরে দিল্লির মুখ্যমন্ত্রীর অফিস বিবৃতি দিয়ে জানায়,''মুখ্যমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়েছিল আজ। সম্প্রচার করা যাবে না এমন নির্দেশ কেন্দ্রীয় সরকারের তরফে লিখিত বা মৌখিকভাবে কখনও আসেনি। এর আগে জনস্বার্থে এই ধরনের বৈঠক সরাসরি সম্প্রচার করা হয়েছে। তবুও কোনও সমস্যা হয়ে থাকলে ক্ষমাপ্রার্থী।''
আরও পড়ুন- ভোটপর্বের শেষলগ্নে Covid বিধি না মানায় ১৩ প্রার্থী ও নেতার বিরুদ্ধে FIR কমিশনের