জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনোনয়ন জমা দেওয়ার মহালগ্ন। তিনি ইতিমধ্যেই বারাণসীতে পৌঁছে গিয়েছেন। প্রধানমন্ত্রীর মনোনয়নপেশে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ এনডিএ শরিক দলের নেতারা। সমগ্র বারাণসীর পাশাপাশি আঁটোসাঁটো নিরাপত্তাবলয়ে মুড়ে ফেলা হয়েছে বারাণসী জেলাশাসকের দফতরও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Bengal Weather Update: আনন্দসংবাদ! এবার এগিয়ে আসছে বর্ষা! কবে থেকে নামছে আষাঢ়ের সঘন বারিধারা?


বারাণসীতে নরেন্দ্র মোদীর সারাদিনের সূচি:


সকাল ৯:০৫ মিনিটে দশাশ্বমেধ ঘাটে পৌঁছবেন মোদী


সকাল ৯:১০ থেকে সকাল ৯:১৫ দশাশ্বমেধ ঘাটে গঙ্গাপুজো করবেন প্রধানমন্ত্রী 


সকাল ৯টা ১৫ থেকে সকাল ১০টা পর্যন্ত গঙ্গাবক্ষে তিনটি সাক্ষাৎকারও দেবেন প্রধানমন্ত্রী
 
সকাল ১০টা ১৫ থেকে সকাল ১০টা ৩০ পর্যন্ত কালভৈরব মন্দিরে পুজো দেবেন প্রধানমন্ত্রী


এরপর সকাল ১০:৩০ এ মন্দির থেকে বেরোবেন, ১১:৪৫ মিনিটে বারাণসী জেলা শাসকের দফতরে পৌঁছবেন 


১১:৪৫ থেকে ১২টা পর্যন্ত মনোনয়নপত্র পেশ করবেন প্রধানমন্ত্রী


১২:১৫ মিনিটে রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন


দুপুর ১:৩০ মিনিটে পৌঁছবেন লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে


দুপুর ২টোয় ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী 


আজ প্রধানমন্ত্রীর মনোনয়ন পেশে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ এনডিএ শরিক দলের নেতারা। উপস্থিত থাকতে পারেন বিজেপিশাসিত রাজ্যগুলির ১২ জন মুখ্যমন্ত্রীও।
সমগ্র বারাণসীর পাশাপাশি আঁটোসাঁটো নিরাপত্তাবলয়ে মুড়ে ফেলা হয়েছে বারাণসী জেলাশাসকের দফতর।


আরও পড়ুন: Horoscope Today: বৃষের বিনিয়োগে লক্ষ্মীলাভ, কন্যার কর্মোন্নতি; তুলার সম্পদপ্রাপ্তি! জেনে নিন, আজ কেমন কাটবে আপনার দিন...


গতকাল লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ চলেছে। তবে এরই মাঝে প্রচারে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। রবিবার তিনি ছিলেন পশ্চিমবঙ্গে, সোমবার তিনি ভোটপ্রচারে গিয়েছিলেন বিহারে। সোমবার সকালে ভোটের প্রচার শুরু করার আগে পাটনার গুরুদ্বার পাটনা সাহিবে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন তাঁর পরনে ছিল সাদা কুর্তা, উপরে ধূসর রঙের জহরকোট, মাথায় কমলা পাগড়ি! গুরুদ্বারে ঢুকে প্রথমে প্রণাম করেন। প্রণামের পরে লঙ্গর সেবা করতেও দেখা গিয়েছিল তাঁকে। তার আগে তাঁকে হালুয়ার কড়াইয়ে বড় খুন্তি দিয়ে পাক দিতেও দেখা যায়। দেখা যায় রুটি বেলতেও। এ সবের পরে তিনি বালতি নিয়ে খাবার পরিবেশন করেন গুরুদ্বারে। গতকাল ভোট-আবহেই সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। মাথায় পাগড়ি বাঁধা প্রধানমন্ত্রীকে এভাবে গুরুদ্বারে দেখে গতকাল অনেকেই চমকে গিয়েছেন, আপ্লুত হয়েছেন খুশিতে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)