নিজস্ব প্রতিবেদন: শনিবার ভারত নেপাল রেলপথের সূচনা করবেন ভারতের  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। ভারচুয়াল ভাবে উদ্বোধন হবে এই রেলপথ। দিল্লির হায়েদ্রাবাদ হাউস থেকে করা হবে এই অনুষ্ঠান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিহারের জয়নগর থেকে নেপালের কুরথা পর্যন্ত চলবে এই ট্রেন। দুই দেশের মধ্যে এটাই প্রথম রেলপথ। জয়নগর থেকে কুরথা পর্যন্ত ৩৫ কিলোমিটার পথ পাড়ি দেবে এই ট্রেন। ৬১৯ টাকা ব্যায়ে তৈরি এই রেলপথের কাজ শেষ হয় গত বছর। 


এই ৩৫ কিলোমিটার পথ আসলে ৬৮.৭ কিলোমিটার লম্বা জয়নগর- বিজলপুরা-বারদিবাস রেলপথের একটি অংশ। বাকি অংশের কাজ দুটিভাগে শেষ করা হবে। 


এই ট্রেন মোট ১১০০ জন যাত্রী নিয়ে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলবে বলে জানা গেছে। এছাড়াও পাঁচ কামরার এই ট্রেনের একটি কামরা হবে বাতানুকূল। জানা গেছে যে জয়নগর থেকে জনকপুর পর্যন্ত ভাড়া হবে ৩৭.৫০ টাকা এবং বাতানুকূল কামরার ভাড়া হবে ১৮৭.৫০ টাকা।


নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ভারতে এসেছেন তিন দিনের সফরে। শনিবার দেউবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মোদী। এই বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুই পক্ষের মধ্যে। 


আরও পড়ুন: গানের সুরে BJP-কে বিঁধলেন দোলা, তাল মেলালেন JP Nadda


গত বছর জুলাই মাসে পঞ্চমবার প্রধানমন্ত্রী হওয়ার পরে এটাই প্রথম ভারত সফর দেউবার। যদিও এর আগে তার চারবারের প্রধানমন্ত্রিত্বে প্রতিবাড়ি ভারতে এসেছেন তিনি। শেষবার ২০১৭ সালে ভারতে আসেন তিনি। উপমহাদেশিয় অঞ্চলে স্থলবেষ্টিত নেপাল তার ভৌগলিক অবস্থানের জন্য ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও স্থলবেষ্টিত হওয়ার ফলে ভারতের বন্দরগুলি নেপালের প্রয়োজন ব্যবসায়িক কারনে। 


নেপালের সঙ্গে ভারতের পাঁচটি রাজ্যের প্রায় ১৮৫০ কিলমিটারের বেশি সীমান্ত রয়েছে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ, এবং উত্তরাখণ্ড। রবিবার দেউবা বারানসি যাবেন বলে জানা গেছে।      


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)