ওয়েব ডেস্ক: ধর্মপ্রাণ মুসলিম সমাজের জন্য পৃথক ব্যাঙ্কিং ব্যাবস্থার কথা ভাবছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সাবেক ব্যাঙ্কিং ব্যবস্থার মধ্যে আলাদা করে 'ইসলামিক উইন্ডো' খোলার বিষয়ে প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ব্যাঙ্ক।


আরও পড়ুন - নতুন নোটে দেবনাগরী কেন? মামলা আদালতে


শরিয়ত অনুসারে এবার 'interest-free banking' ব্যবস্থা প্রচলনের মাধ্যেমেই 'ইসলামিক উইন্ডো' ধারনাটিকে কার্যকর করতে চাইছে আরবিআই। মুসলিম সমাজের যে অংশটি এখনও ব্যাঙ্কিং প্রক্রিয়াতে নিজেদের সংযুক্ত করেনি তাঁদেরকেও ব্যাঙ্কিং-এর প্রতি আস্থাশীল করে তুলতে কেন্দ্র ও আরবিআই-এর তরফে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিচ্ছে সংবাদ সংস্থা পিটিআই। তবে গোটা বিষয়টিই খুব ধীরে ধীরে কার্যকর করতে চাইছে কেন্দ্রীয় ব্যাঙ্কটি।


আরও পড়ুন- নোট বাতিল ইস্যুতে কাল থেকে আরও উত্তপ্ত হতে চলেছে সংসদ