ওয়েব ডেস্ক: নোট বাতিলের পর প্রথম মাস পয়লায় টাকা তুলতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হয়েছেন সাধারণ মানুষ। দ্বিতীয় মাস পয়লা, নতুন বছরের প্রথম দিন। সে দিনও কি ব্যাঙ্কে গিয়ে একইরকম হেনস্থার শিকার হতে হবে? সাধারণ মানুষের মনে ঘুরে বেড়াচ্ছে এই প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, নোটের চাহিদা-জোগানে বিস্তর ফারাক। ফলে, টাকা তোলার উর্ধ্বসীমা এখনই উঠে যাওয়ার আশা নেই বললেই চলে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন হাওড়া স্টেশনে হামলার হুমকি, হুমকি খোদ মুখ্যমন্ত্রীকে খুন করার!


পঞ্চাশ দিন শেষ হতে আর তিন সপ্তাহও বাকি নেই। নোটে রেশন দিব্যি বহাল তবিয়তে। ATM থেকে দিনে টাকা তোলার উর্ধ্বসীমা ২৫০০ টাকা। সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যাঙ্ক-ATM মিলিয়ে সপ্তাহে তোলা যাবে সর্বাধিক ২৪ হাজার টাকা।সরকারি নির্দেশ থাকলেও নোটের অভাবে বহুক্ষেত্রেই ব্যাঙ্ক একেবারে ২৪ হাজার টাকা দিচ্ছে না। ৩ মাসের বেশি পুরনো কারেন্ট অ্যাকাউন্টে সপ্তাহে টাকা তোলার উর্ধ্বসীমা ৫০ হাজার টাকা। প্রধানমন্ত্রীর আশ্বাসবাণী শোনার পর সাধারণ মানুষ অপেক্ষায় রয়েছেন কবে বন্ধ হবে এই নোট রেশন।


আরও পড়ুন  বিরাট এবার প্রশংসা পেলেন আরও মারকুটে ব্যাটসম্যানের থেকে!