প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিএসই-এর পরীক্ষা নিয়ামককে ৪ ঘণ্টা জেরা
সিবিএসই-এর প্রধান অনিতা কেজরিওয়াল জানিয়েছেন, পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত ছাত্রদের মঙ্গলের কথা ভেবেই।
নিজস্ব প্রতিবেদন: প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিএসই-এর পরীক্ষা নিয়ামককে ঘণ্টা চারেক জেরা করল দিল্লি পুলিসের ক্রাইম ব্র্যাঞ্চ। তদন্তকারীদের অনুমান, প্রায় এক হাজার পরীক্ষার্থীর কাছে পৌঁছে গিয়েছিল ফাঁস হওয়া প্রশ্নপত্র। এদিকে, দশম শ্রেণির অঙ্ক ও দ্বাদশ শ্রেণির অর্থনীতির পরীক্ষা পুনরায় নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হলেও, দিনক্ষণ এখনও জানানো হয়নি।
আরও পড়ুন- সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডে ধৃত মূলচক্রী ভিকি
সিবিএসই-এর প্রধান অনিতা কেজরিওয়াল জানিয়েছেন, পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত ছাত্রদের মঙ্গলের কথা ভেবেই। এদিকে, এফআইআর-এ দেখা যাচ্ছে, পরীক্ষার দুই সপ্তাহ আগেই না কি পুলিস ও সিবিএসই এই প্রশ্ন ফাঁসের বিষয়ে অবহিত ছিল। উল্লেখ্য, বৃহস্পতিবার দিল্লিতে এই ঘটনার প্রতিবাদে ছাত্রছাত্রীরা ব্যাপক বিক্ষোভ প্রকাশ করেছে। তাদের দাবি, সব বিষয়ের পরীক্ষাই পুনরায় নেওয়া হোক, কারণ অন্যান্য বিষয়ের প্রশ্নও ফাঁস হয়ে থাকতে পারে।