অসুস্থ বাজপেয়ীকে দেখতে হাসপাতালে গেলেন মোদী, রাহুল
সোমবার দুপুরে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। পরিবারের তরফে জানানো হয়েছে, নিয়ম মাফিক চেকআপের জন্যই দিল্লির এইমস-এ ভর্তি হয়েছেন বাজপেয়ী।
নিজস্ব প্রতিবেদন : অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে দেখতে এইমস হাসপাতালে গেলেন নরেন্দ্র মোদী। এদিন সন্ধ্যায় তাঁকে হাসপাতালে দেখতে যান প্রধানমন্ত্রী। তাঁর যাওয়ার কয়েক ঘণ্টা আগেই বাজপেয়ীকে দেখতে যান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বাজপেয়ীর পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে কথা বলেন তিনি।
সোমবার দুপুরে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। পরিবারের তরফে জানানো হয়েছে, নিয়ম মাফিক চেকআপের জন্যই দিল্লির এইমস-এ ভর্তি হয়েছেন বাজপেয়ী। বেশ কিছুদিন ধরে জরায় আক্রান্ত অটল বিহারী বাজপেয়ী। স্মৃতি হারানোয় ইদানিং পরিজনদেরও চিনতে পারেন না তিনি। বর্তমানে হুইলচেয়ারেই দিন কাটে তাঁর।
হাসপাতালের তরফে জানানো হয়েছে ৯৩ বছরের এই বর্ষীয়ান নেতার অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাঁর চিকিত্সার জন্য রণদীপ গুলেরিয়ার নেতৃত্বে একটি মেডিক্যাল টিম গঠিত হয়েছে।