ওয়েব ডেস্ক: ভারতের সেনা জওয়ানদের অভিনন্দন জানালেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। টুইটে তিনি লিখেছেন, সন্ত্রাস ও সন্ত্রাসে মদতকারীদের বিরুদ্ধে ভারতীয়রা সবাই দৃঢভাবে ঐক্যবদ্ধ। দেশ এবং দেশবাসীকে রক্ষা করার জন্য ভারতীয় সেনা ও জওয়ানরা সাহসী পদক্ষেপ নিয়েছেন। কংগ্রেস দল এবং তিনি তাঁদের স্যালুট জানাচ্ছেন।


আরও পড়ুন- পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে সার্জিক্যাল অ্যাটাক ভারতের


প্রসঙ্গত, উরি হামলার শিক্ষা দিতে এবার প্রত্যাঘাত ভারতের। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিতে আক্রমণ হানল ভারতীয় সেনাবাহিনী। ধ্বংস করে দেওয়া হল জঙ্গিদের একাধিক লঞ্চিংপ্যাড। আজ ভারতীয় সেনাবাহিনীর DGMO রণবীর সিং সাংবাদিক বৈঠকে এই খবর জানিয়েছেন। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, প্রয়োজনে আরও হামলা চালানো হবে। যদিও, এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর কেউ হতাহত হয়নি বলেই জানানো হয়েছে।


আরও পড়ুন- ভারতের ওপর পরমাণু বোমা মারার হুমকি পাক মন্ত্রীর!