নিজস্ব প্রতিবেদন: নতুন বছর মায়ের সঙ্গে কাটাবেন রাহুল গান্ধী। ছেলের হাতে দায়িত্ব সঁপে গোয়ায় ছুটি কাটাচ্ছে সনিয়া গান্ধী। শনিবার রাতে দিল্লি থেকে সেখানে উড়ে গিয়েছেন রাহুল। নতুন বছর সেলিব্রেট করবেন গোয়ায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতবছরও গোয়ায় নববর্ষে কাটিয়েছিলেন সনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা। রাজধানীতে পরিবেশ দূষণের কারণে সনিয়াকে হাওয়া বদল করতে পরামর্শ দিয়েছিলেন চিকিত্সকরা। সেইমতো তিনি গোয়ায় নিজের পছন্দের জায়গায় ছুটি কাটাচ্ছেন। গোয়ায় সাইকেলও চালাচ্ছেন সনিয়া। সেই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। 


আরও পড়ুন- পুরুষ সফরসঙ্গী ছাড়াই হজযাত্রা করতে পারবেন মহিলারা, ঘোষণা নরেন্দ্র মোদীর


কংগ্রেসের এক প্রবীণ নেতা জানিয়েছেন, এটা রাহুল গান্ধীর ব্যক্তিগত সফর। দলের কেউ এব্যাপারে জানে না। রাহুল কতদিন গোয়ায় থাকবেন, তা জানা যায়নি। তবে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত থাকবেন সনিয়া গান্ধী। কংগ্রেস সূত্রে খবর, গুজরাটে টানা ৩ মাস প্রচার করেছেন রাহুল গান্ধী। ফলে তাঁর ছুটি প্রাপ্য। নতুন বছরে সকলেই পরিবারের সঙ্গে সময় কাটান।