আমির খানের পাশে দাঁড়িয়ে পরিক্করকে জবাব দিল রাহুল গান্ধী
নাম না করে আমির খানের উদ্দেশ্যে মনোহর পরিক্করের তোপ দাগার একদিনের মধ্যেই তার উত্তর দিলেন সংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। রবিবার একযোগে বিঁধেছেন আরএসএস এবং পরিক্করকে।
ওয়েব ডেস্ক: নাম না করে আমির খানের উদ্দেশ্যে মনোহর পরিক্করের তোপ দাগার একদিনের মধ্যেই তার উত্তর দিলেন সংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। রবিবার একযোগে বিঁধেছেন আরএসএস এবং পরিক্করকে।
পরিক্করের কথার উত্তরে রাহুল জানিয়েছেন, "(মনোহর পরিক্কর) আপনার জন্যও একটা শিক্ষা রইল: কাপুরুষরা ঘৃণা জমিয়ে রাখে। আর তা দিয়ে কিছু জয় করা যায় না।"
আরও পড়ুন- আমির খানের উদ্দেশ্যে ঘুরিয়ে তোপ দাগলেন প্রতিরক্ষা মন্ত্রী পরিক্কর
প্রসঙ্গত, গত নভেম্বরে দেশ জোড়া 'অসহিষ্ণুতা'র আবহে আমির বলেছিলেন যে তাঁর স্ত্রী কিরণ দেশ ছাড়ার বিষয় নিয়ে ভাবছেন। আর তার কারণ দেশের 'অসহিষ্ণুতার আবহ'। আমিরের এই বক্তব্যকে পরিক্কর 'উদ্ধত' বলে দাবি করেন। মন্ত্রী আরও বলেন এই ধরনের 'উদ্ধত' কথার মাধ্যেমে যাঁরা 'দেশের বিরুদ্ধে কথা বলেন' তাঁদের 'শিক্ষা' দেওয়া উচিত দেশের মানুষের। উল্লেখ্য, পরিক্করের কথার কোনও প্রত্যুত্তর এখনও আমির খানের থেকে আসেনি। কিন্তু রাগার থেকে এসেছে।