Video: ক্যাফে বৃদ্ধাকে আলিঙ্গন, প্লেট থেকে খাবার তুলে দিলেন রাহুল
নিজের নির্বাচন কেন্দ্র ওয়ানাডে হাল্কা মেজাজে কংগ্রেস সাংসদ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: 'বিশুদ্ধ ভালোবাসা আর সম্মান'। অন্ধ্রপ্রদেশে যেদিন স্বাধীনতা সংগ্রামীর নবতিপর মেয়ের পা ছুঁয়ে আর্শীবাদ নিলেন মোদী, সেদিন কেরলে এক সাধারণ বৃদ্ধাকে জড়িয়ে ধরলেন রাহুল গান্ধী। সেই মুহূর্তের ভিডিয়ো টুইট করল কংগ্রেস।
কেরলে রাহুল গান্ধি। নিজের নির্বাচনী কেন্দ্র ওয়ানাডে গিয়েছেন কংগ্রেস সাংসদ। গত কয়েক দিন ধরে একাধিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন তিনি। এর ফাঁকে একটি ক্যাফেতে হাল্কা মেজাজে দেখা গেল রাহুলকে। সঙ্গে ছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা কেসি বেণুগোপালও।
আরও পড়ুন: PM Narendra Modi: স্বাধীনতা সংগ্রামীর নবতিপর মেয়ের পা ছুঁলেন মোদী, নিলেন আশীর্বাদ
ভিডিয়োটি দেখা যাচ্ছে, ক্যাফেতে স্থানীয় এক বৃদ্ধার সঙ্গে কথা বলছেন রাহুল। যদিও ভাষাগত সমস্যার কারণে ওই বৃদ্ধা সরাসরি উত্তর দিতে পারছেন না। এরপর কংগ্রেস নেতা বেণুগোপালের কাছে রাহুল জানতে চান, 'উনি কেন আমাদের বসতে পারবেন না? উনি কি চা খেতে চান'? সেকথাটি আবার স্থানীয় ভাষায় ওই বৃদ্ধাকে বলেন বেণুগোপাল এবং প্লেট থেকে তাঁর হাতে খাবার তুলে দেন। এরপর রাহুল নিজেও ওই বৃদ্ধাকে খাবার দেন। কথোকথন শেষে তাঁকে জড়িয়ে ধরেন।
এদিকে এদিন অন্ধ্রপ্রদেশে ভীমাভরমে স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারামা রাজুর ১২৫তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেখানে তাঁর ৩০ ফুটের ব্রোঞ্জের মূর্তির উদ্বোধন করেন মোদী। তাঁর মেয়ের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। এমনকী, হুইচেয়ারে বসা অবস্থায়, নবতিপর ওই বৃদ্ধার পা ছুঁয়ে আর্শীবাদও নেন।