মধ্যপ্রদেশের পর দিল্লিতে ২৩০ কোটি বেনামি লেনদেনের হদিশ, নাম জড়াল আরও ১ নেতার
গত দু’ দিন ধরে মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় হানা দিয়ে আয়কর দফতর একটি চক্রের সন্ধান পেয়েছে।
নিজস্ব প্রতিবেদন: ভোটের এক দিন আগে আরও বিব্রত কংগ্রেস। কমলনাথের পর অস্বস্তি বাড়ল প্যাটেলের। ভোপালে কালো টাকাকাণ্ডে নাম জড়াল নেতা ঘনিষ্ঠদের। হাওয়ালার মাধ্যমে ২০ কোটি টাকার লেনদেন। আয়কর দফতরের নজর তুঘলক রোডের পার্টি অফিসে।
মধ্যপ্রদেশের পর এবার আয়কর দফতরের নজরে দিল্লি। দিল্লিতে ২৩০ কোটি বেনামি লেনদেনের হদিশ মিলেছে।
সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরছেন মোদী, ইঙ্গিত মিলল ওপিনিয়ন পোলে
প্রসঙ্গত, গত দু’ দিন ধরে মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় হানা দিয়ে আয়কর দফতর একটি চক্রের সন্ধান পেয়েছে। ওই চক্রের সঙ্গে নগদ ২৮১ কোটি টাকা জড়িয়ে রয়েছে, যার কোনো হিসাব মেলেনি। সোমবার আয়কর দফতরের তরফ থেকে এক বিবৃতিতে এই খবর দেওয়া হয়েছে।
পাক যুদ্ধবিমান এফ-১৬ ধ্বংস করার অকাট্য প্রমাণ আছে ভারতে কাছে, দাবি বায়ুসেনার
এই নগদের একটা অংশ কংগ্রেসের দিল্লি সদর দফতরে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে ২০ কোটি টাকা, যা হাওয়ালা চ্যানেলের মাধ্যমে দিল্লির তুঘলক রোডে কংগ্রেসের প্রবীণ কর্মকর্তার বাড়ি থেকে পাঠানো হয়েছে বলে খবর। আয়কর দফতরের নজরে এবার তুঘলক রোডের পার্টি অফিস।