ওয়েব ডেস্ক: ট্রেনে হায়দরাবাদ থেকে নাগপুর ‌যেতে সময় লাগে অন্তত ৯ ঘণ্টা। সেই ‌যাত্রাপথই এবার ৩ ঘণ্টায় শেষ করতে চাইছে রেলমন্ত্রক। সঠিক পরিকল্পনা নিলে এই লক্ষ্যমাত্রা সফল হতে পারে বলে মত রেল আধিকারিকদের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশের অন্যতম দুটি বাণিজ্য শহরকে জুড়ে ইতিমধ্যেই ব্লু প্রিন্ট তৈরি করেছে রেলমন্ত্রক। রাশিয়ান রেলওয়েজের সঙ্গে ‌যৌথভাবে এব্যাপারে কাজ করছে ভারতীয় রেল। প্রকল্পের নকশা তৈরি হওয়ার পরই তা পাঠানো হবে রেল বোর্ডের কাছে। রেল বোর্ডের অনুমোদন পেলেই শুরু হবে কাজ। বর্তমানে দুই শহরের মধ্যে সরাসরি কোনও বিমান নেই। স্টপওভার করে বিমান‌যাত্রায় সময় লাগে চার ঘণ্টা। 


বর্তমানে ৫৮৪ কিলোমিটার পথ ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পাড়ি দিতে ট্রেনের লাগে অন্তত ৯ ঘণ্টা। সেখানে প্রতি ঘণ্টায় ১৬০ থেকে ২০০ কিলোমিটার গতিতে ট্রেন চালাতে চাইছে রেলমন্ত্রক। সেমি হাইস্পিড ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে ‌মাত্র তিন ঘণ্টাতেই নাগপুর থেকে হায়দরাবাদ পৌঁছনো ‌যাবে। 


আরও পড়ুন, যাত্রীদের থেকে বকশিস নিলেই কড়া ব্যবস্থা, নির্দেশ নতুন রেলমন্ত্রীর