নিজস্ব প্রতিবেদন: ফের লকডাউন? ফের বন্ধ হবে ট্রেন পরিষেবা? দ্বিতীয় ওয়েভে করোনার বাড়বাড়ন্তে কার্যত এই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনের মধ্যে। সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। মহানগর ছাড়ছেন পরিযায়ী শ্রমিকরাও। এই অবস্থায় মানুষের মধ্যে প্যানিক যাতে না বাড়ে তার জন্য ১০৬টি স্পেশাল ট্রেন চালানোর ব্যবস্থা করল মধ্য রেলওয়ে। মহারাষ্ট্রের মুম্বই, পুণে ও সোলাপুর থেকে উত্তর ভারতের বিভিন্ন শহরে এই স্পেশাল ট্রেনগুলি চালানো হবে। পরবর্তীকালে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে বলেো জানানো হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সুপারস্প্রেডার কুম্ভ মেলা? একদিনে করোনা পজিটিভ ১০২ পুণ্যার্থী


পূর্ব মধ্য রেলের তরফেও চালানো হচ্ছে স্পেশাল ট্রেন। বিহারের পরিয়ায়ী শ্রমিকদের ফেরাতে আগে থেকেই এই বিশেষ ব্যবস্থা করছে রেল। মহারাষ্ট্রে পাকাপাকিভাবে লকডাউন পরিস্থিতি হলে অতিরিক্ত ট্রেন চালানো হবে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যেই মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাসে পরিয়ায়ীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। লকডাউনের আশঙ্কায় আগে থেকেই বাড়ি ফিরতে চাইছেন তাঁরা।


আরও পড়ুন: ব্যবহার করা মাস্ক দিয়ে বিছানার তোষক, গদি! চলে আসছে সোজা বেডরুমে


মহারাষ্ট্রে লকডাউন শুধু সময়ের অপেক্ষা। আজ রাত সাড়ে ৮ টায় বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।