গুজরাটে ট্রেলার, রাজস্থানে বিরতি, ২০১৯ সালে আসছে ছবি, বিজেপিকে খোঁচা শিবসেনার
রাজস্থানে বিজেপির হারের পর খোঁচা দিল শিবসেনা।
নিজস্ব প্রতিবেদন: রাজস্থানের উপনির্বাচনে বিজেপির ভরাডুবির পর উত্ফুল্ল বিরোধী শিবির। তবে শুধু বিরোধী নেতানেত্রীরাই নন, বরং শরিক দল শিবসেনাও বিঁধেছে মোদী সরকারকে। তাদের খোঁচা, ২০১৯ সালেই পতন হবে বিজেপির।
দিন কয়েক আগেই আগামী লোকসভায় বিজেপির সঙ্গে জোট না করার সিদ্ধান্ত নিয়েছে শিবসেনা। দীর্ঘ দুই দশক পর জোট ছেড়েছে বালাসাহেবের দল। শিবসেনা মুখপাত্র সঞ্জয় রউতের কটাক্ষ, ''গুজরাট নির্বাচন ছিল ট্রেলার। রাজস্থান ছবির মধ্যে বিরতি। আসল ছবি দেখা যাবে ২০১৯ সালে।''
আরও পড়ুন- শিবসেনার পথে টিডিপি, আরও এক শরিক হারাতে চলেছে বিজেপি?
বিজেপির সঙ্গে জোটের সম্ভাবনা কী রয়েছে? সঞ্জয় রউতের জবাব, ''ধনুক থেকে তির বেরিয়ে গেলে, তা আর ফিরে আসে না। ওদের সঙ্গে জোট করার কোনও প্রশ্নই নেই।''
বাজেট নিয়ে শিবসেনার বক্তব্য, কাগজেই দারুণ লাগছে বাজেট। আদৌ কতটা বাস্তবায়ন সম্ভব তা বলা সম্ভব নয়।
আরও পড়ুন- ক্যাশলেস হবে 'মোদীকেয়ার', জানালেন জেটলি