ওয়েব ডেস্ক: হরিয়ানায় ডেরা সচ্চা সওদায় তল্লাশি অভি‌যান শনিবার শেষ হল। এখন প‌র্যন্ত তল্লাশি অভি‌যানে ধর্ষক 'বাবা'র একের পর এক  কীর্তি প্রকাশ্যে এসেছে। শেষ দিনেও রাম রহিমের কুকীর্তির নমুনা খুঁজে পেল তল্লাশিকারী দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাম রহিম সিংয়ের ঘরে একটি সুড়ঙ্গের খোঁজ মিলেছে। ডেরায় একটি হোস্টেলে থাকতেন সাধ্বীরা। ওই সুড়ঙ্গটি ‌রাম রহিমের ঘরের সঙ্গে হোস্টেলকে ‌যুক্ত করেছে। রাম রহিমের ঘরকে গুফা বলা হয়। ওই গুফাতেই সাধ্বীদের ধর্ষণ করতেন তিনি। তদন্তকারীরা মনে করছেন, গুফার সঙ্গে হোস্টেলের সুড়ঙ্গ করেছিলেন রাম রহিম, ‌যাতে তাঁর কুকীর্তি ধরা না পড়ে। 


এদিনই রাম রহিমের আশ্রমকে একটি বিস্ফোরক কারখানার হদিশ মিলেছিল। হরিয়ানার তথ্য ও জনসং‌যোগ দফতরের ডেপুটি ডিরেকটর সতীশ মেহরা জানান, ডেরার ভিতরে বিস্ফোরক তৈরির কারখানাটি সিল করে দেওয়া হয়েছে। সেখান থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক ও বাজি।  


আরও পড়ুন, ডেরায় বিস্ফোরক তৈরির কারখানা বানিয়েছিলেন রাম রহিম