ডেরায় বিস্ফোরক তৈরির কারখানা বানিয়েছিলেন রাম রহিম
ওয়েব ডেস্ক: ডেরায় রীতিমতো শহর করে বানিয়ে ফেলেছিলেন গুরমিত রাম রহিম। এবার তল্লাশিতে প্রকাশ্যে এল ধর্ষক 'বাবা'র আরও এক কুকীর্তি। ডেরার ভিতরে বেআইনি বিস্ফোরক কারখানা খুঁজে পেলেন তদন্তকারীরা।
হরিয়ানার তথ্য ও জনসংযোগ দফতরের ডেপুটি ডিরেকটর সতীশ মেহরা জানিয়েছেন, ডেরার ভিতরে বিস্ফোরক তৈরির কারখানাটি সিল করে দেওয়া হয়েছে। সেখান থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক ও বাজি।
Haryana: Fire crackers factory sealed, explosives & fire-crackers seized from #DeraSachaSauda as search continues in Dera HQ in Sirsa pic.twitter.com/sYd4hwmO4v
— ANI (@ANI) September 9, 2017
We found a window-like path leading from Dera Awas to Sadhvi Niwas. Team is investigating the same: Dy Dir of Haryana PR Dept Satish Mehra pic.twitter.com/EGfBXGzgSH
— ANI (@ANI) September 9, 2017
জোড়া ধর্ষণের দায়ে ২০ বছরের জেল হয়েছে রাম রহিমের। দোষী সাব্যস্ত হওয়ার পরই তাঁর অনুগামীর তাণ্ডব শুরু করেছিল হরিয়ানা ও পঞ্জাবের একাংশে। তারপরই ডেরায় শুরু হয় তল্লাশি অভিযান। ৮০০ একরের ডেরায় পাঁচতারা হোটেল, স্টেডিয়াম, সিনেমাহল বানিয়ে ফেলেছিলেন রাম রহিম। শুক্রবার ডেরা থেকে উদ্ধার হয়েছিল পুরনো বাতিল নোট, রেজিস্ট্রিহীন দামি গাড়ি ও প্লাস্টিকের কয়েন।
তার আগে রাম রহিমের গুফা থেকে মিলেছিল মুঠো মুঠো কন্ডোম। জলের তলায় গোপন ঘরও খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। মনে করা হচ্ছে, ওই ঘরেই সাধ্বীদের সঙ্গে কুকীর্তি করতেন রাম রহিম।
আরও পড়ুন, রাম রহিমের ডেরায় তল্লাশি চালিয়ে মিলল এই জিনিসগুলি