ওয়েব ডেস্ক: আবারও গণধর্ষণ দিল্লিতে। এবারও চলন্ত গাড়িতে। বৃহস্পতিবার সন্ধেবেলা নয়ডা এলাকায় এক মহিলাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। বাসস্ট্যান্ডে অপেক্ষমান ওই মহিলাকে লিফ্ট দেওয়ার নামে গাড়িতে তুলে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। লুকাসর এলাকায় মহিলাকে পৌঁছে দেওয়ার নামে গাড়িতে তোলে ৪ জন ব্যক্তি। এরপর তাঁকে ঠান্ডা পানীয় খেতে দেওয়া হয়। সম্ভবত তারপরই অচৈতন্য হয়ে পড়েন ওই মহিলা। এরপরই ওই মহিলার ওপরে নারকীয় নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। ধর্ষণের পর অচৈতন্য অবস্থায় মহিলাকে রাস্তায় ফেলে চলে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।