নিজস্ব প্রতিবেদন:   আগুন দিতেই বিরাট বিস্ফোরণ। দাউ দউ করে জ্বলে ওঠে রাবণের প্রতিলিপি। আগুনের লেলিহান শিখা নিমেষে প্রায় আকাশ ছুয়ে যায়। হঠাৎ এগিয়ে আশা আগুনের ফুলকির হাত থেকে বাঁচতে প্রাণপণে যে যেদিকে পারে দৌড়ে পালানোর চেষ্টা করে। হোচট খেয়ে মাটিতে আচড়ে পরে নেতা পুলিস। এই ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, নবরাত্রি র শেষে দুষ্ট বিনাশ ঘটাতে দশেরায় রাবন দহন করতে পঞ্জাবের ডি এ ভি স্কুলের মাঠে উপস্থিত হয়েছিলেন কংগ্রেসের প্রতিনিধি, বিধায়ক, স্থানীয় বাসিন্দা ও পুলিস উপস্থিত হয়েছিলেন।


রাবণের শরীরে পুরে দেওয়া হয়েছিল একাধিক আতশবাজি। যেখানে আগুন দেওয়া মাত্রই একই সঙ্গে ব্লাস্ট করতে থাকে। যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, আগুন দেওয়ার সময় রাবণের কাছে এগিয়ে যাচ্ছিলেন নেতা-মন্ত্রী পুলিস এবং স্থানীয় বেশকিছু বাসিন্দা। বিস্ফোরণ হওয়ার মুহূর্তে যে যেদিকে পারে প্রাণ বাঁচাতে দৌড় দেয়। 


 



কিন্তু কেন এরকম ভাবে আতশবাজি রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ খুব বড় বিপদ ঘটে যেতে পারত। এর পিছনে কারোর হাত আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিস।